এইদিন ওয়েবডেস্ক,দৌসা(রাজস্থান),১২ নভেম্বর : রাজস্থানের দৌসা জেলার রাহুবাসে ৫ বছরের নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দৌসার রাহুবাস এলাকায় নির্বাচনী দায়িত্বে নিযুক্ত পুলিশের সাব ইন্সপেক্টর ভূপেন্দ্র সিংকে । এদিকে ধর্ষণের ঘটনার পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। জয়পুর থেকে দিল্লি পর্যন্ত কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতারা। বিজেপির অভিযোগ, ধর্ষণের অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার তাকে রক্ষা করতে কাজ করছে ।
জানা গেছে, ঘটনার পর থানায় ব্যপক বিক্ষোভ দেখায় গ্রানবাসীরা । উত্তেজিত জনতা অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করে । অভিযোগ যে আরও দুই পুলিশকর্মী প্রমান লোপাটের জন্য অভিযুক্তকে সহযোগিতা করেছিল । এমনকি নির্যাতিতার শিশুর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।
রাজ্যসভার সাংসদ এবং সাওয়াই মাধোপুরের বিজেপি প্রার্থী কিরোদিলাল মীনা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সাথে দেখা করেন । তিনি বলেন, ‘পুলিশের ওপর থেকে জনগণ দিন দিন আস্থা হারাচ্ছে। অভিযুক্ত সাব ইন্সপেক্টর এমন লজ্জাজনক, বেদনাদায়ক এবং ভয়ঙ্কর কাজ করেছে যা সবাইকে হতবাক করেছে ।’ কিরোরি লাল অভিযুক্তদের বরখাস্তের পাশাপাশি থানার সমস্ত পুলিশকর্মীদের বরখাস্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা সিপি যোশি বলেন, ‘রাজস্থানে প্রতিদিনই মেয়েদের ধর্ষণের লজ্জাজনক ঘটনা সামনে আসছে। দৌসা জেলার এই ধর্ষণের ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা, অসহায় ও দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের তৈরি ব্যবস্থা। যেখানে রক্ষকরাই হয়ে উঠেছেন ভক্ষক।’
কিরোরি লাল মীনা জানিয়েছেন, সম্প্রতি জয়পুরে এক দুর্ঘটনায় এক মুসলিম যুবকের মৃত্যুর পর রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে ৫০ লক্ষ টাকার প্যাকেজ এবং সরকারি চাকরি দিয়েছে । কিন্তু ওই শিশুর উপরে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের পর মুখ বুজে আছে গেহলট সরকার ।
অন্যদিকে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে গত পাঁচ বছরে রাজস্থানে কংগ্রেসের দেওয়া দুঃশাসনের কথা লিখেছেন। তারই ফলশ্রুতিতে মেয়েদের প্রতি নিষ্ঠুরতার ঘটনা থামছে না বলে দাবি করেছেন বসুন্ধরা রাজে। রাজ্যের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর বলেন, ‘দৌসায় এক আদিবাসী শিশুকন্যার ওপর পুলিশের নৃশংসতার ঘটনা সরকারের কপালে এমন এক কুখ্যাত কলঙ্ক যা কখনোই মুছে যাবে না।’ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি ।
রাজস্থান সরকারের মন্ত্রী খাচারিয়াওয়াস বলেছেন, ‘অপরাধ বন্ধ করা সরকারের দায়িত্ব। কন্যাশিশু ধর্ষণ নিয়ে রাজনীতি করা উচিত নয়। শিশুকে ধর্ষণের অভিযুক্তের ফাঁসি হওয়া উচিত । একাজ সরকার করবে ।’।