এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : ভারতে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) । অভিযানে ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ভয়ঙ্কর গোপন ষড়যন্ত্রের কথা এনআইএ জানতে পেরেছে । গুজরাটের আহমেদাবাদে গ্রেফতার হওয়া সজীম মিয়াঁ, মুন্না খান, জাহাঙ্গীর ওরফে আজহারুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ আল-কায়েদা অপারেটরদের বিরুদ্ধে একটা এফআইআর নথিভুক্ত করেছে এনআইএ । এনআইএ জানিয়েছে, ওই সমস্ত জঙ্গিরা ভূয়ো পরিচয়পত্র তৈরি করে এদেশে এসে বসবাসের শুরু করে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী প্রচার চালাচ্ছিল ।
এনআইএ-এর ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে পশ্চিমবঙ্গ থেকে মানবপাচার চক্রে যুক্ত ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল । ফের কলকাতা থেকে দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মহম্মদ আরমান হোসেন ও মহম্মদ আবু তাহের বলে চিহ্নিত করেছে পুলিশ । তারা কলকাতার পার্কস্ট্রিট চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে । পুলিশের জেরায় তারা কবুল করে যে বিনা পাসপোর্টে ও ভিসায় সীমান্ত পেরিয়ে এরাজ্যে ঢুকে পড়েছে । জেরায় পুলিশ জানতে পেরেছে, আরমান বাংলাদেশের বরিশালের বাসিন্দা,আর তাহেরের বাড়ি ঢাকায় । পুলিশের অনুমান যে ধৃত দুই বাংলাদেশি ওই দুই যুবকও কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত এবং দিপাবলী উৎসবের মাঝে নাশকতা চালানোর জন্য তারা রাজ্যে রেইকি করতে করতে এসেছিল । ধৃতদের মোবাইল ফোন খতিয়ে দেখে এরাজ্যে তাদের সাহায্যকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পার্কস্ট্রিট থানার পুলিশ ।।