এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১২ নভেম্বর : আরব ও মুসলিম দেশগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘বর্বর’ কাজ বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরব ও মুসলিম দেশগুলো ইসরায়েলকে অবিলম্বে গাজায় তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। রিয়াদে এক যৌথ ইসলামিক-আরব সম্মেলনে ঘোষণা করা হয় যে ফিলিস্তিনের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে । এদিকে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের এই বিবৃতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও প্রতিক্রিয়া জানিয়েছেন । শনিবার তিনি এক প্রেস কনফারেন্সে বলেন,গাজা থেকে অপহৃতদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এবং কোনো আন্তর্জাতিক চাপ সন্ত্রাসী হামাসকে বাঁচাতে পারবে না । ইসরায়েলের ইচ্ছাকে পরিবর্তন করতে পারবে না কোনো শক্তিই । পাশাপাশি তিনি বলেছেন যে আরব দেশগুলির নেতাদের অবশ্যই হামাসের বিরুদ্ধে এক লাইনে দাঁড়াতে হবে ।
ওই সাংবাদিক সম্মেলনে লেবাননের হিজবুল্লাহকে গাজা যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য সতর্ক করেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি আরব দেশগুলোর নেতাদের হামাস বিরোধী ফ্রন্টে যোগ দিতে বলেন ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন,’আন্তর্জাতিক কোনো চাপ আমাদের অধিকার এবং আত্মরক্ষার দায়িত্বে আমাদের বিশ্বাসকে পরিবর্তন করবে না। বিশ্ব নেতাদের উচিত ইসরায়েলের প্রতি তাদের সমর্থন ঘোষণা করা এবং চাপের কাছে নতি স্বীকার না করা ।’ নেতানিয়াহু আরো বলেন,’ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধে গাজায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ।’ তবে তিনি এদেশে নিহত সেনাদের সঠিক সংখ্যা জানাননি।
গাজায় যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক দাবি সত্ত্বেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন যে হামাসের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েল ডিফেন্স ফোর্স গাজা উপত্যকায় তাদের অভিযান চালিয়ে যাবে । নেতানিয়াহু বলেন,’আমরা একটি গুরুত্বপূর্ণ সাফল্যঅর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামবে না, গাজার সংঘাত অব্যাহত থাকবে এবং এর লক্ষ্য বিজয় অর্জন করা এবং এছাড়া কোন বিকল্প নেই ।’
উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার ফলে গত মাসে অন্তত ১১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠী হামাস । এমন সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো- অপারেশনের জরুরি বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনে চলমান অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর নীরবতাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।ইসরায়েলকে গাজার ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন এরদোগান ।।