এইদিন ওয়েবডেস্ক,পুনে,১১ নভেম্বর : আজ শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া । বাংলাদেশ ৮ উইকেটে হারিয়ে ৩০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে । মিচেল মার্শের ঝড়ো সেঞ্চুরিতে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ১৩২ বলে ১৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি । তার ইনিংসে রয়েছে ১৭ টি চার ও ৯ টি ছক্কা ।এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার টানা সপ্তম জয় । টুর্নামেন্টে এটি বাংলাদেশের সপ্তম পরাজয় । অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেছে এদিন ।
টসে জিতে বাংলাদেশকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া । বাংলাদেশের তৌহিদ হৃদয় ৭৪ রান করেন । ৭৯ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান । তৌহিদ হৃদয় ছাড়া বাংলাদেশি কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি । অ্যাডাম জাম্পা তৌহিদকে আউট করেন । জাম্পা এদিন ৩২ রানে ২ উইকেট নিয়েছেন । পাশাপাশি চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যাডাম জাম্পা । অভিষেক হওয়া শন অ্যাবটও (৬১ রানে ২ উইকেট) এদিন নেন দুই উইকেট ।
বাংলাদেশের ওপেনার লিটন দাস (৩৬ রান) ও তানজিদ হাসান (৩৬ রান) ভালো শুরু করলে দল কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করে। লিটন দাসও অষ্টম ওভারে অ্যাবটের বলে তিনটি বাউন্ডারি মারেন । অন্যদিকে মিচেল মার্শের বলে তানজিদ একটি চার মেরে ৪৯ বলে দলের ৫০ রান পূর্ণ করেন। তানজিদ অ্যাবোটের শর্ট বলে ক্যাচ আউট হন । নাজমুল হোসেন শান্ত (৪৫ রান)ও দুর্দান্ত ফর্মে ছিলেন এদিন । মার্শে দুটি চার মেরে বাংলাদেশ ১৫.১ ওভারে এক উইকেটে ১০০ রানে পৌঁছে যায় । জাম্পার বলে লং অনে মারনাস লাবুচেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান লিটন ।
জবাবি ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ঝড়ো সেঞ্চুরি করেন মিচেল মার্শ। তিন নম্বরে ব্যাট করতে আসা মার্শ ৮৭ বলে সেঞ্চুরি করেন। এরপর দ্রুত রান তুলতে থাকেন তিনি। ১৩২ বলে ১৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মার্শ । তার ইনিংসে ১৭ টি চার ও ৯ টি ছক্কা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে গত ম্যাচেও একই রকম ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সওয়েলের মতো চাপে ছিলেন না মার্শ বা ইনজুরিতেও ছিলেন না ।
যদিও এদিনের ইনিংসে হেইস মাত্র ১০ রানে আউট হলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া । পরে ওয়ার্নার হাল ধরেন । ওয়ার্নার ১৩২ রানে আউট হওয়ার পর, মার্শ স্মিথের সাথে মিলিত হয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। স্মিথ ৬৭ রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে কিউই দলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেলেও পাকিস্তান সেই সুযোগ হাতছাড়া করে । ২৮৪ বল বাকি থাকতে ইংল্যান্ডের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সব আশা শেষ হয়ে গেছে। পুরুষ ক্রিকেট বিশ্বকাপের টানা চতুর্থ আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড দল ২০০৭, ২০১১, ২০১৫,২০১৯ এবং ২০২৩ সালে শীর্ষ চারে জায়গা করে নিতে পেরেছে। নিউজিল্যান্ড দল পুরুষদের বিশ্বকাপ শিরোপা না জিতলেও দুবার ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। মোট ৫ ম্যাচে জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। ১৬ পয়েন্ট নিয়ে প্রথম নম্বরে ভারত, দ্বিতীয় নম্বরে দক্ষিণ আফ্রিকা (১২ পয়েন্ট), তৃতীয় নম্বরে অস্ট্রেলিয়া (১০) এবং চতুর্থ নম্বরে নিউজিল্যান্ড (১০) পয়েন্ট ।
আগামী ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে । দ্বিতীয় সেমিফাইনাল হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে । চারটি দলই শক্তিশালী হলেও এবারের বিশ্বকাপের দাবিদার ভারত ও অস্ট্রেলিয়া ৷।