এইদিন ওয়েবডেস্ক,মেলবোর্ন,১১ নভেম্বর : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইসরায়েলি ও সন্ত্রাসী সংগঠন হামাসের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । শুক্রবার প্রায় রাতভর এই সংঘর্ষ চলে । মেলবোর্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর । জনবহুল শহরটির কউফিল্ড সাউথ এলাকায় একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) হামাসের সমর্থকদের হামলার পর দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কিছু ভিডিও ফুটেজ ও ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা একে অপরকে ঘুষি মারছেন। পরস্পরকে গালিগালাজ করছেন। একে অন্যকে প্লাস্টিকের বোতল ও জল ছুড়ে মারছেন । তারই মাঝে বিবদমান দুই গোষ্ঠীর লোকজনদের ছত্রভঙ্গ করতেপেপার স্প্রে ছোড়ে পুলিশ ।
জানা যায়,মেলবোর্নে হামাস সমর্থকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্ষিপ্ত ইহুদিরা এক হামাস সমর্থকের মালিকানাধীন রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দেয় । তারই প্রতিক্রিয়ায় হামাস সমর্থকরা ওই সিনাগগের পাশে জড়ো হয় এবং ইঁটপাটকেল ছুড়তে শুরু করে ।ইহুদিরা পালটা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । তবে মেলবোর্ন পুলিশ জানিয়েছে, তারা আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এতে ধর্মীয় কিংবা বর্ণবাদী নাশকতার কোনো ইঙ্গিত মেলেন ।।