এইদিন ওয়েবডেস্ক,জেনেভা,১১ নভেম্বর : ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সপ্তম বৈঠকের সময় গাজার ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস । তিনি বলেন,’যত বেশি সংখ্যক মানুষ একটি ছোট জায়গায় চলে যাচ্ছে, অতিরিক্ত ভিড়ের কারনে ডায়রিয়া, শ্বাসযন্ত্রের রোগ এবং ত্বকের সংক্রমণের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়াচ্ছে ।’
গত ৭ অক্টোবর থেকে গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে অন্তত ২৫০ টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে । এছাড়া ইসরায়েলে ২৫ টি হামলার ঘটনা ঘটেছে । ওই হামলায় কে দায়ি সেবিষয়ে কোনো মন্তব্য না করে হু মহাপরিচালক বলেন,’গাজা স্ট্রিপের ৩৬ টি হাসপাতালের অর্ধেক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির দুই-তৃতীয়াংশ মোটেই কাজ করছে না ।’ ডব্লিউএইচও প্রধান বলেছেন,গত ৪৮ ঘন্টার মধ্যে গাজায় চারটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রকাশ করা হয়েছে যে অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার হচ্ছে ।
তিনি বলেন,’ডাব্লুএইচও গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে চলেছে, যারা এই সহিংসতার জন্য দায়ী নয়, কিন্তু তারা এমনভাবে ভুগছে যা আমরা কল্পনাও করতে পারি না ।’।