দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : পাকি শিকার করার সময় দুই পাখমারাকে হাতেনাতে ধরল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বনদফতরের কর্মীরা । বৃহস্পতিবার বিকেলে কেতুগ্রামের শিবলুন গ্রাম থেকে তাদের তিনটি শিকার করা পাখিসহ ধরা হয়েছে । কুবো, ঘুঘু ও দোয়েল মিলে মৃত পাখির পাশাপাশি উদ্ধার করা হয় গুলতিসহ শিকারের উপকরণ । বনদফতরের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই পাখমারাকে গ্রেফতার করেছে । ধৃতরা হল কাটোয়ার জাজিগ্রামের বাসিন্দা ভীম সোরেন ও মিঠুন হাঁসদা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রজু করে আজ শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত,চোরা শিকারিদের কারনে বহু প্রজাতির পশুপাখি আজ নির্মুল হয়ে যেতে বসেছে । সেই কারনে চোরা শিকারিদের হাত থেকে ওই সমস্ত পশুপাখিদের প্রাণ বাঁচাতে সর্বদা এলাকায় সতর্ক দৃষ্টি রাখে বনদপ্তর । এবিষয়ে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মামুষদের মধ্যেও সচেতনতা লক্ষ্য করা যায় । জানা গেছে,কেতুগ্রামের শিবলুনে হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় ওই দুই আদিবাসী যুবক গুলটি দিয়ে পাখি শিকার করছিল । এই দেখে স্থানীয় বাসিন্দারা বনবিভাগকে ফোনে খবর দেয় । খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসে । তবে তার আগেই তিনটি পাকি শিকার করে ফেলে দুই যুবক । বনদপ্তরের কর্মীরা তাদের আটক করে নিয়ে যায় । এদিন নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে দুই পাখমারাকে গ্রেফতার করে পুলিশ ।।