এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১০ নভেম্বর : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধের মাঝে হামাসকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। কার্টুনটিতে ফিলিস্তিনিদের ‘অমানুষ’ হিসেবে চিত্রিত করার পাশাপাশি ফিলিস্তিনিদের ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে দেখানোর চেষ্টা করা হয়েছে । গত ৬ নভেম্বর ওয়াশিংটন পোস্টের মতামত সেকশনে প্রকাশ করা হয় ওই কার্টুনটি ।
‘হিউম্যান শিল্ডস’ শিরোনামের ওই কার্টুনে একজন ফিলিস্তিনি ব্যক্তির অবয়ব আঁকা হয়েছে যার গায়ে গাঢ় কালো ও ডোরাকাটা আলখাল্লা । আর তার ওপর সাদা অক্ষরে লেখা ‘হামাস’। ব্যক্তিটির ভ্রু বিশাল, নাক হাস্যকরভাবে বড়। চারটি শিশু যারা তার শরীরের চারপাশে বাঁধা। যার মধ্যে একটি শিশু তার মাথায় বসা। আর ব্যক্তির পেছনে একজন বোরখা পরা মহিলা, যাকে ফিলিস্তিনি মহিলা হিসাবে বোঝানো হয়েছে। ব্যক্তিটি তার একটি আঙুল উঁচিয়ে ধরে বলছে,‘কি দুঃসাহস, ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করছে।’ শিরোনামটির পাশাপাশি শিশু ও তার পেছনে থাকা মহিলার ছবিটি ইসরাইলের একটি অভিযোগের প্রতিধ্বনি যে, হামাস মহিলা ও শিশুদের মানব ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে ।
কার্টুনটি এঁকেছেন দুইবারের পুলিৎজার পুরস্কার বিজয়ী মাইকেল রামিরেজ। এর আগেও তিনি ফিলিস্তিনিদের কটাক্ষ করে ছবি এঁকেছেন। অন্য একটি কার্টুনে তিনি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগানকে তুলে ধরেন ‘টেররিস্ট লাইভস ম্যাটার’ হিসাবে। এর দ্বারা বোঝানো হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাজ্ঞরা ফিলিস্তিনিদের প্রতি যে সমর্থন দেখিয়েছে তা হামাসের পাশে দাঁড়ানোর সমান।
এদিকে ওয়াশিংটন পোস্টের এই কার্টুন দেখে বেজায় চটেছে বাংলাদেশ, পাকিস্তানের মত কট্টর ইসলামি দেশগুলি । বাংলাদেশের ‘সময় টিভি’ নামে একটি কট্টর মৌলবাদী সংবাদপত্র সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে ‘ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন’ হিসাবে আখ্যায়িত করে ওয়াশিংটন পোস্টের সমালোচনা করেছে । তবে জানা যাচ্ছে যে ইসলামি দেশগুলি ওই কার্টুন নিয়ে শোড়গোল শুরু করলে পরে কার্টুনটি মুখে দেয় ওই মার্কিন সংবাদপত্র ।।