বড়ো হয়ে কি হবে? জানতে চাইলাম ছেলেটির কাছে,
সে বললো বসন্তকাল।
অবাক হলাম শুনে, বসন্ত?
কেনো??
সে বললো গাছের যেমন ফ্যাকাসে
হয়ে যাওয়া পাতাগুলো ঝেড়ে ফেলে
নতুন ভাবে সবুজে বিলীন হয়
আমরাও শুধু মাত্র গাছ হতে পারিনি বলে ফ্যাকাসে হয়ে যাওয়া
সম্পর্কগুলো বয়ে নিয়ে বেড়াই
যে সম্পর্কগুলো মরে গেছে
যে গুলোর কোনো দাম ই নেই
তাও সেগুলো কে ঝেড়ে ফেলে
দিতে পারিনা।
তাই আমাদেরও একটা বসন্তের
খুব দরকার।
বয়সের সাথে সাথে সব দলা হয়ে যায় চামড়া, স্মৃতি, আবেগ, মনন।
বসন্তের আগমনে আমরাও তো
সম্পর্কগুলোকে নতুন রূপে দেখতে পারি,,
ঠিক যেমন আশ্রয় না পাওয়া কুকুরটা
দলা হয়ে পড়ে থাকে।
আচ্ছা ঐ ছেলেটা
যে বসন্তকাল
হতে চেয়ে ছিলো, পেরেছিলো হতে?
একটা বসন্ত ওকি দলা হয়ে যায়?
আমার জানা নেই।।