প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ নভেম্বর : এই রাজ্যে পণ্য পরিবহনে এসে ভয়ানক পরিণতির শিকার হলেন পাঞ্জাবের এক ট্রাক চালক। ব্যাপক মারধর করে ওই ট্রাক চালকের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে দামোদর নদের উপরে থাকা সেতু পারাপারের টোল আদায়কারীদের বিরুদ্ধে। শুধু মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়াই নয়, ওই ট্রাকের সামনের কাঁচও টোলের কর্মীরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ ট্রাক চালকের। টোল আদায়ের নামে ভিন রাজ্যের এক ট্রাক চালকের উপর এমন আক্রমনের বিষয়টি জেনে বেজায় চটেছেন অন্য যানবাহনের চালকরা ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে
ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরে কালাড়া ঘাট এলাকায় দামোদর নদের উপরে থাকা হরেকৃষ্ণ কোঙার সেতুতে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় । পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে মারধোরের ঘটনায় জড়িত টোল কাউন্টারের দুই কর্মীকে পাকড়াও করে। জামালপুর থানার এক পুলিশ কর্তা বলেন ’ট্রাক চালক লিখিত অভিযোগ জমা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে’।
জামালপুর ব্লক হাসপাতালে চিকিৎসা শেষে ট্রাক চালক হাসান খাঁন বলেন,’আমার বাড়ি রাজস্থানের নাগিনা থানার খেরিলি নূরনেবাদ এলাকায়।
পঞ্জাবের হরিয়ানা থেকে অলু বীজ ট্রাকে লোড করে নিয়ে আমি হুগলী জেলার তারকেশ্বরে পৌছাই। সেখানে ট্রাক খালি করে আমি ট্রাকে তিল লোড করে নিয়ে হরিয়ানা যাচ্ছিলাম। তারকেশ্বর থেকে বর্ধমানের দিকে যাবার সময় সেতুর টোল ট্যাক্সের কাউন্টার পড়ায় আমি বুঝতে পারি পথ ভুল করে ফেলেছি। তাই টোল কাউন্টারের আগে ট্রাক দাঁড় করিয়ে আমি ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলাম । ওই সময় টোল কাউন্টারের লোকজন আমার কাছে সেতু পারাপারের টোলের টাকা দাবি করে । আমি বলি , গাড়ি ঘুরিয়ে নিয়ে দিচ্ছি ।’ হাসান এও বলেন’আমি গাড়ি ঘুরিয়ে একটু এগিয়ে নিয়ে দাঁড় করাতে যাচ্ছিলাম। ওই সময়ে বাইকে চেপে পিছু ধাওয়া করে এসে টোল কাউন্টারের তিনজন আমাকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে । ট্রাকের সামনের কাচ ভেঙে দেয়। এমনকি ট্রাকে থাকা তাঁর ৪০-৪২ হাজার টাকা ওই হামলাকারীরা ছিনিয়ে নিয়ে চলে যায় । এরপর পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আড়াশুল গ্রাম নিবাসী জামালপুর-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবব্রত কাপাসী বলেন,’পথ ভুল করে ভিনরাজ্যের ওই ট্রাক চালক হরেকৃষ্ণ কোঙার সেতু পেরিয়ে কালাড়া ঘাটে টোল কাউন্টারের কাছা কাছি চলে আসেন। তাই তিনি তাঁর ট্রাক ঘুরিয়ে নিচ্ছিলেন। হয়তো গাড়ি ঘুরিয়ে নিয়ে দাঁড় নিয়ে ওই ট্রাক চালক টোল ট্যাক্সের টাকা মিটিয়ে দিতেন । তারই মধ্যে টোল কাউন্টারের দুই কর্মী এবং স্থানীয় ডাঙ্গা গ্রাম নিবাসী কেষ্ট মাঝি নামে এক ব্যক্তি লাঠি নিয়ে বাইকে চেপে ওই ট্রাকের পিছু ধাওয়া করে । ওই তিনজন মিলে সেতুর মুখে ট্রাক দাঁড় করিয়ে চালককে ট্রাক থেকে নামিয়ে ব্যাপক মারধর করে রক্তাত করে। সেখানে থাকা লোকজন ট্রাক চালককে কোনরকমে রক্ষা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে ট্রাক চালককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।’
হরেকৃষ্ণ কোঙার সেতুর টোল কাউন্টারে ম্যানেজার সুকান্ত সাহা প্রথমে ট্রাক চালককে মারধরের বিষয়টি উড়িয়ে দেবার চেষ্টা করেন । পরে তিনি বলেন,’অ্যাক্সিডেন্টালি ঘটনাটা ঘটে গিয়েছে। টোল না দিয়ে ট্রাকটি চলে যাচ্ছিল বলে হিট অফ দ্য মোমেন্টে টোল কর্মীরা প্রায় ২০০ মিটার পথ পিছু ধাওয়া করে ট্রাকের কাঁচে আঘাত করে ।’কাচ ভেঙে ছিটকে গিয়ে লাগায় ট্রাক চালক চোট পেয়েছে বলে টোলের ম্যানেজার কবুল করেন ।
এই ভাবে কি কোন পণ্যবাহী ট্রাক চালকের উপর কেউ হামলা চালাতে পারে ? এর উত্তরে টোলের ম্যানেজারের সাফাই, ‘এমনটা করা যায় না। তবে
অ্যাক্সিডেন্টালি এই ঘটনা ঘটে গিয়েছে ।’ পূর্বে হরেকৃষ্ণ কোঙার সেতুর টোল কাউন্টারে চার দিক ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া থাকলেও এখন কি উদ্দেশ্যে ,কাদের স্বার্থে ক্যামেরা বিহীন করে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটান টোল কাউন্টারের ম্যানেজার ।।