এইদিন স্পোর্টস নিউজ,০৮ নভেম্বর : চলতি একদিনের বিশ্বকাপে একের পর এক ম্যাচ হারের পর ফের বড়সড় ধাক্কা খেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম । এক নম্বর ব্যাটসম্যানের মুকুট হারিয়েছেন বাবর । ভারতের ওপেনার শুভমান গিল সর্বশেষ আইসিসি পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাকিস্তান অধিনায়কের থেকে শীর্ষ ওডিআই ব্যাটিং স্থান ছিনিয়ে নিয়েছেন । প্রথমবারের মতো শীর্ষে পৌঁছেছেন শুভমান । শচীন টেন্ডুলকার, এমএস ধোনি এবং বিরাট কোহলির পরে, গিল ভারতের চতুর্থ খেলোয়াড় যিনি একদিনের এক নম্বর ব্যাটসম্যানের র্যাঙ্কিং অর্জন করলেন । গিল গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেন । টুর্নামেন্টে ছয় ইনিংসে তার সংগ্রহ ২১৯ রান ।
এছাড়া ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়েও প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন এক নম্বর ওয়ানডে বোলারের আসন । ওয়ানডে বোলারদের তালিকায় সিরাজ এখন পর্যন্ত বিশ্বকাপে ১০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।
পাকিস্তানের কাছে এখন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে । আর একটি মাত্র ম্যাচ হাতে রয়েছে পাকিস্তানের । সেই ম্যাচ হারলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে ।।