এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : গত সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ভাগিরথীতে স্নান করতে গিয়ে জলের তোড়ে তলিয়ে গিয়েছিল দুই পড়ুয়া । অবশেষে প্রায় ৪৮ ঘন্টা পর আজ বুধবার তাদের মধ্যে এক কিশোরের দেহ উদ্ধার হল তলিয়ে যাওয়ার স্থান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাটোয়ার দাঁইহাটে চৌধুরীপাড়ার কাছে ভাগীরথী নদী থেকে । মৃতের নাম অভিষেক সিং (১৭)। এদিন নদীর জলে পানার মধ্যে তার দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে কিশোরের দেহটি উদ্ধার করে । এদিকে দেহ নদীর পাড়ে তুলতেই কান্নায় ভেঙে পরে মৃতের পরিবারের লোকজন । তবে এখনো দীপঙ্কর মুখোপাধ্যায় নামে দ্বিতীয় কিশোরের দেহ উদ্ধার হয়নি ।
কাটোয়া বিআইটি কলেজের প্রথম বর্ষের পড়ুয়া অভিষেক সিং । দ্বিতীয় কিশোর দীপঙ্কর মুখোপাধ্যায় একাদশ শ্রেণির ছাত্র ছিল । গত সোমবার দুপুরে অভিষেকসহ কাটোয়া বিআইটি কলেজের প্রথম বর্ষের চার পড়ুয়ার সঙ্গে কাটোয়ায় দেবরাজঘাটে গঙ্গাস্নান করতে গিয়েছিল দীপঙ্কর । তার মধ্যে দুই পড়ুয়া দ্রুত স্নান সেরে নদীর পাড়ে উঠে পড়ে । অভিষেক ও দীপঙ্করসহ বাকি তিনজন নদীর জলে নেমে স্নানের পাশাপাশি ফটোশ্যুট করছিল । আর সেই সময় নদীর চোরা স্রোতে তলিয়ে যায় অভিষেক ও দীপঙ্কর । তারপর বিপর্যয় মোকাবিলা বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীর জলে তল্লাশি অভিযান শুরু করে । কিন্তু তারা তলিয়ে যাওয়া দুই কিশোরের কোনো সন্ধান করতে পারেনি । এদিন একজন কিশোরের দেহ উদ্ধার হয় । পুলিশ মৃত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।।