কতগুলো দিন পেরিয়ে এলাম
তবুও তোমাকে দেওয়া আমার প্রথম প্রেম পত্র’টা
দেওয়ার দিনের কথাটা মনে পড়লে
গোটা শরীরটা যেন আজও লজ্জায় শিহরিত হয়।
তুমি চলে যাওয়ার আগে তোমার ডায়েরির পাতাটা
সযত্নে খুলে ওপরেই রেখেছিলাম চিঠিটা ।
তারপর ডায়েরিটা বন্ধ করে বারবার হাত বুলিয়ে
নিজেই শিহরিত হয়েছি লজ্জায় বহুবার।
তারপর এক ছুটে বেরিয়ে এসেছিলাম
তোমার কাছ থেকে সোজা আমাদের বাড়িতে
কি ভীষণ এক লজ্জায় মুখ লুকিয়েছিলাম বিছানায়।
পরের প্রতিটা দিন অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন!
তুমি ফিরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলেছিলে-
“ভীষণ ভালোবাসি তোমাকে” ।
আমি পাগলের মত তীব্র প্রতীক্ষায় হারিয়ে ফেলেছিলাম
কোন এক কামনার আগুনে আমার সমস্ত লজ্জা ও ভয় !
আর নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিলাম তোমার বুকে ।
আর সেই থেকে আজও একই ভাবে !
কিন্তু সেদিনের কথাটা ভাবলে আজও কেন-
লজ্জায় শিহরিত হই সত্যিই আমি জানিনা ।
ভীষণ লজ্জা করে ! বিশ্বাস করো !
ভীষণ রকম লজ্জা করে ভাবলেই ।।