গতকাল সন্ধ্যায় ভীষণ বৃষ্টি হলো
প্রেম নাকি বিরহের, বুঝতেই পারিনি
তবুও ঠোঁটের আলিঙ্গনে স্বাগত জানালাম তাকে।
দেখলাম তুমি প্রাণ ভরে ভিজলে নীলাভ অনুভূতিতে
কিছুটা আমিও ভিজেছি, ঠিক যেমনটা তুমি চাও।
আবেগটা মুছতে মুছতে ভয় হলো সংক্রমণের
সাবধানে থেকো,
থেকো ভালোবাসা যে বড্ড ছোঁয়াচে…
বোবা রাত্রি সাজালো প্রত্যাশার খেলাঘর
বুকের মধ্যে সে এক অচেনা স্পন্দন অনুভব করলাম।
শব্দের ভিড়ে হাঁটাচলা,
স্বপ্নের বুকে কান পাতা,
গল্পের মুক্তি খোঁজা
সেতো তোমার বরাবরের অভ্যেস
তোমার ঐ পাগলামিটা আজ ভীষণ কাছে টানে।
জানি, আমি… তুমিহীন, তবুও একগুঁয়ে ওই পিছুটানে
দূরে যেতে যেতে বারবার ফিরে আসি।
নীরব প্রত্যাশায় লুকিয়ে ছিলো অনেক কিছু
হয়তো কিছু বলার ছিলো,
হয়তো বা কিছু বোঝারও
দু’চোখে ভিজতে ভিজতে আগুন হলাম কতবার,
অথচ দেখো চিবুক ছুঁয়েও তুমি তা বুঝতে পারোনি।
বসন্ত চলে গেছে,
তবুও কৃষ্ণচূড়া যেনো আজও লাল
কালবৈশাখী ঝড় শরীর ভরিয়ে দেয় রক্তিম সোহাগে
তবুও কত তরতাজা অনুভূতি না বলায় রয়ে যায়…।।