এইদিন ওয়েবডেস্ক,হাওড়া ও বাঁকুড়া,০৭ নভেম্বর : রেশন দূর্নীতি মামলায় ৪ নভেম্বর থেক্স আজ মঙ্গলবার পর্যন্ত ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তার মধ্যে হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামের কারখানা থেকে পাওয়া গিয়েছ ১ কোটি ৪০ লক্ষ টাকা । বাঁকুড়ার দুটি কোম্পানি মেসার্স এজে এগ্রোটেক ও মেসার্স এজে রয়েল প্রাইভেট লিমিটেড থেকে পাওয়া গেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা । রেশন দুর্নীতি মামলায় ৪ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে মোট ১৮ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে ইডি । এদিন মঙ্গলবার ইডির তরফ থেকে টাকা উদ্ধারের বিষয়টি প্রকাশ করা হয় । বর্তমানে বনগাঁ ও রানাঘাটে ইডির তল্লাশি অভিযান চলছে বলে খবর।
গত ৪ নভেম্বর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বনগাঁর কালুপুরের মন্টু সাহা এবং কালীদাস সাহার রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দিয়েছিল ইডি। ওই দুই ব্যবসায়ীর বাড়ি বনগাঁর কোরার বাগানে । সেখানেও যায় ইডির তদন্তকারী দল । পাশাপাশি নদিয়ার রানাঘাটের একটি চালকলে চলে ইডির তল্লাশি অভিযান । অভিযানে ইডি জানতে পারে যে বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল থেকে রেশনে আটা এবং চাল যেত । এর বাইরে ইডির হাতে এমন কিছু তথ্য সামনে এসেছে যাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা দাবি করেছেন যে তাকে কেষ্টপুরের প্রফুল্ল কাননে ২০ লাখের ফ্লাট দিয়েছিলেন খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী । অবশ্য তিনি জানান,ওই টাকা তিনি মন্ত্রীর কাছ থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন এবং ফ্লাটি কেনার পর ৫ লাখ টাকা শোধও করে দিয়েছেন । তবে ইডির নজরে রামস্বরূপ শর্মার মা ও স্ত্রীও রয়েছে বলে খবর । ঠিক যেমন বালুর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিত্ দাসের মা ও স্ত্রীর নাম ছিল দুই সংস্থার ডিরেক্টর হিসাবে । ইডির স্ক্যানারে থাকা তিন সংস্থার মধ্যে বাকি একটি সংস্থায় ডিরেক্টর হিসাবে নাম রয়েছে রামস্বরূপ শর্মার মা ও স্ত্রীর ।।