এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৭ নভেম্বর : সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে গাজার উত্তর অংশ ছেড়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র । আইডিএফ-এর আরবি মুখপাত্র আভিচায় আদ্রেই বলেছেন যে উত্তর গাজা থেকে নাগরিকদের চলে যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য একটি করিডোর পুনরায় চালু করা হবে । সামরিক বাহিনী জানিয়েছে যে তারা সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সালাহ-আল-দিন স্ট্রিট দিয়ে দক্ষিণমুখী চলাচলের অনুমতি দেবে।
আভিচায় আদ্রেই নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন,পরের বার ওয়াদি গাজা ছেড়ে দক্ষিণে যাওয়ার সুবিধা নিতে এবং আইডিএফ-এর নির্দেশাবলী অনুসরণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে ।
শনিবার হামাস আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অ্যান্টি-ট্যাঙ্ক শেল নিক্ষেপ করার পরে এই বিবৃতিটি এসেছে । শনিবার নাগরিকদের সরিয়ে নেওয়ার পথ আবার চালু করার চেষ্টা করা হয়েছিল।আদ্রেই বলেছেন,’হামাস তার যোদ্ধা এবং নেতাদের জন্য মানব ঢাল রাখতে চায় । সেই কারনে গাজার নাগরিকদের সরে যেতে দিতে বাধা দিচ্ছে ।’
উল্লেখ্য, উত্তর গাজা থেকে এযাবৎ ৮ লাখ থেকে ১০ লাখ মানুষ পালিয়েছে। কিন্তু কিছু বেসামরিক লোক দক্ষিণে আইডিএফ কার্যকলাপের কথা উল্লেখ করে সরে যেতে অস্বীকার করেছে ।।