শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : শীতের আমেজ শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাজারে দেখা মিললো জাপানের জাতীয় ফল “পার্সিমন” বা কাকি ফলের । পূর্বস্থলীর স্টেশনরোডের কয়েকটি ফলের দোকানে অন্যান্য ফলের পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে জাপানের জাতীয় ফলটি । প্রতি পিসের দাম ৭০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন এই ফল খুবই শুস্বাদু এবং নানা জটিল রোগ প্রতিরোধও করে । ইন্টারনেট, ফেসবুকের সৌজন্যে ভারতেও এই ফলের জনপ্রিয়তা বাড়তে শুরু করায় তারা এই ফল স্থানীয় বাজারে আমদানি করতে শুরু করেছেন বলে বিক্রেতারা জানান ।
সম্প্রতি পূর্বস্থলী রেলস্টেশন সংলগ্ন একটি ফলের দোকানের ব্যবসায়ী অমরেন্দ্র পাল প্রথম জাপানের জাতীয় ফল “পার্সিমন” বিক্রি শুরু করেন । তার দেখাদেখি আরও কয়েকজন ফল ওই জাপানি ফলটি রাখতে থাকেন । ফলটি দেখতে হলুদ রঙের এবং বড় আকৃতির টমাট্যোর মত । অমরেন্দ্রবাবু বলেন,’ফলটি খুবই সুস্বাদু এবং ভেষজগুণে সমৃদ্ধ । আমার প্রতিদিন এক ক্রেট করে এই ফল বিক্রি হচ্ছে । প্রতি পিস বিক্রি করছি ৭০ টাকা করে ।’
শীতের মরশুমে রকমারি ফল আমদানি হয় পূর্বস্থলীর বাজারে ।
এবারে বাজারে এসেছে কাশ্মীরের ডেলসন আপেল, নাগপুর ও দার্জিলিংয়ের কমলালেবু । তার পাশাপাশি জায়গা করে নিয়েছে জাপানের এই জাতীয় ফলও । ফলটির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতে কেটে খাওয়াচ্ছেন বিক্রেতারা । আর ফলটির অসাধারণ স্বাদের কারনে ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়ছে ।
আজ মঙ্গলবার সকালে পূর্বস্থলীর বাজারে ফল কিনতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা শুভেন্দু ধাড়া । তিনি ফলটি নিজে পরখ করার পর পছন্দ হওয়ায় বাড়ির জন্য কয়েকটি পার্সিমন ফল কেনেন । শুভেন্দুবাবু বলেন,’আমরা প্রথম ইন্টারনেটে ফলটির সম্পর্কে জানতে পারি । পরে এই ফল আমাদের বাজারে এলে খেয়ে দেখি । খুবই সুস্বাদু এবং উপকারি এই ফল । বাড়িতে রোজ দু’একটা করে এই ফল আমরা খাচ্ছি ।’ তবে শুভেন্দুবাবু জানান,পার্সিমন যে জাপানের জাতীয় ফল তা তিনি জানতেন না ।’।