এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০৬ নভেম্বর : দুই অফিসারের উপর ছুরি হামলা চালানো ফিলিস্থিনি ১৬ বছরের কিশোর সন্ত্রাসীকে গুলি করে খতম করল ইসরায়েলি সেনা । পুলিশ বলছে,ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আরেকজনকে আটক করা হয়েছে এবং হামলাকারী এবং হামলার সাথে তার সংযোগ তদন্ত করা হচ্ছে ।
জেরুজালেমের ওল্ড সিটির শালেম থানার বাইরে দুই সীমান্ত পুলিশের উপর ছুরিকা হাতে হামল চালায় ওই ফিলিস্থিনি কিশোর সন্ত্রাসী । আহত একজন অফিসারের অবস্থার অবনতি হয়েছে এবং তিনি এখন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । দ্বিতীয় কর্মকর্তার অবস্থা স্থিতিশীল । আততায়ীকে লক্ষ্য করে গুলি চালায় এলাকার অন্যান্য বর্ডার পুলিশ অফিসাররা । সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় ওই কিশোরী সন্ত্রাসীর ।।