এইদিন ওয়েবডেস্ক,কালাবুরাগী(কর্ণাটক),০৬ নভেম্বর : রাজস্থানের কংগ্রেস সরকারের ফের হিন্দু বিরোধী চরিত্র প্রকাশ্যে এল । আসলে রবিবার (৫ নভেম্বর ২০২৩) কর্ণাটকের কালাবুর্গিতে সরকারি চাকরির পরীক্ষা (কেপিএসসি) ছিল । পরীক্ষার হলে ঢোকার আগে হিন্দু মহিলা পরীক্ষার্থীদের গলার মঙ্গলসূত্র,কানের দূল ও পায়ের মল খুলে ফেলা হলেও বোরখা পরিহিত মহিলা পরীক্ষার্থীদের কোনো প্রকার বাধা ছাড়াই পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় বলে অভিযোগ । কর্ণাটকের কংগ্রেস সরকারের এই প্রকার হিন্দু বিরোধী মানসিকতার কারনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,রবিবার কর্ণাটকের কেপিএসসির গ্রুপ সি পদের জন্য পরীক্ষা ছিল । কিন্তু কালাবুর্গীর প্রি-গ্র্যাজুয়েশন গার্লস কলেজের হিন্দু মহিলা পরীক্ষার্থীদের কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয় । কেপিএসসি পরীক্ষার বেআইনিতা রোধ করার ব্যবস্থা হিসাবে মঙ্গলসূত্র, কানের দুল এবং পায়ের গোড়ালিতে লাগানো গহনা খুলে ফেলা হয় । এমনকি পরীক্ষার্থীদের অনুমতি পর্যন্ত নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি কর্তৃপক্ষ । ফলে মহিলারা সেগুলো খুলে নিয়ে তাদের আত্মীয়দের কাছে রেখে দিলে তবেই তাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় । অনেকে কানের দুল স্বর্ণের দোকানে খুলে রেখে দিয়ে আসেন নিয়ে । এমনই এই আচরণের শিকার হয়েছেন রাজম্মা নামে এক পরীক্ষার্থী । এছাড়া রাইচুরের বাসিন্দা দুই মহিলাকে কর্মকর্তারা পরীক্ষা করে তাদের হাতকড়া ও পায়ের মল খুলে ফেলতে বলে। বাধ্য হয়ে মহিলারা সেগুলো খুলে নিয়ে তাদের আত্মীয়দের কাছে রেখে পরীক্ষার ঢুকতে বাধ্য হন ।
এদিকে এই খবরটি স্থানীয় একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হিন্দুদের প্রতি এই প্রকার বৈষম্যমূলক আচরণের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এই আশঙ্কায় উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হিন্দু মহিলাদের গহনা না খোলার জন্য পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ।।