এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,০৫ নভেম্বর : সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মুসলিম যুবকের উসকানিমূলক মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে । ওই যুবককে হিন্দুদের ‘কীটপতঙ্গ’ এবং ক্ষমতার পরিবর্তন হলে ‘সব নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে । পাশাপাশি গোমাতাকে জাতীয় পশু করার বিরোধিতা এবং হিন্দুদের উৎসবের দিনে মুসলিমদের দোকান খোলা রাখার পক্ষেও তাকে সওয়াল করতে শোনা যায় । ওই যুবক ভিডিওতে নিজেকে মুরগির মাংস বিক্রেতা আয়ান কুরেশি (Ayyan Qureshi) বলে পরিচয় দেয় । এদিকে যুবকের এই প্রকার সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তার ভিডিওটি নজরে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ । মুসৌরির এসিপি একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে আয়ান কুরেশির দ্বারা আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।’
নিউজ গ্যালারি নামে একটি ইউটিউব চ্যানেল শনিবার ভিডিওটি প্রকাশ করেছে । ইউটিউব চ্যানেলের সাংবাদিক মুসৌরি থানা এলাকার বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে মতামত নিচ্ছিলে । সাংবাদিকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আয়ান কুরেশি । তার আশেপাশে আরও মুসলিম যুবককে ধর্মীয় টুপি পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । তাদের মাঝে আয়ান কুরেশি অন রেকর্ড বলতে শুরু করে, ‘ইনশাআল্লাহ,ইসলাম বেঁচে আছে এবং গোটা বিশ্বে বেঁচে থাকবে । এই হিন্দু কি? কীটপতঙ্গের মত পিষে দেওয়া হবে ।’ সাংবাদিক এর প্রতিবাদ করলে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ওই মুসলিম যুবক নিজেকে রফিকাবাদের বাসিন্দা আয়ান কুরেশি বলে পরিচয় দিয়ে ফের বলতে শুরু করে,’ভাই, হিন্দু কি? তোমরা ভারতে খালি হিন্দু হিন্দু করো । আর কোন দেশে হিন্দু আছে, বলো? তোমরা এখন বাবরের ইতিহাস নিয়ে যা খুশি করছ । নাম বদলে প্রয়াগরাজ করেছ । তোমাদের সরকার তাই যা খুশি করো । যেদিন যেদিন আমাদের সরকার আসবে, সেদিন সব নিশ্চিহ্ন হয়ে যাবে । আগে যা ছিল তাই থাকবে।’
কুরেশি আরও বলে, ‘আমার মুরগির দোকান আছে । সাত মাসের মধ্যে ছয় মাস দোকান বন্ধ রাখতে হয় । কখনো করভা চৌথ,কখনো এটা কখনো ওটা । ভাই, তোমাদের সমস্যা হলে মাংস খেয়ো না,কিন্তু মুসলমানদের তো দোকান খুলতে দাও ।’
আয়ান কুরেশি গোমাংস খাওয়ার পক্ষেও সওয়াল করে । গোমাতাকে রাষ্ট্রীয় পশু ঘোষণার বিষয়ে তাকে সাংবাদিক প্রশ্ন করলে সে বলে, গরুর যেমন যত্ন নেওয়া হয়, তেমনি বিড়াল, মুরগি ও মহিষেরও যত্ন নেওয়া উচিত। আয়ানের মতে, যোগী আদিত্যনাথ একটাও ভালো কাজ করেননি। কর্ণাটকের বোরখা বিতর্কে আয়ান কুরেশির মন্তব্য,’মুসলিম মেয়েরা যা খুশি পরতে পারে ।’ আয়ান কুরেশির পাশে দাঁড়িয়ে থাকা বাকি মুসলিম যুবকদের তার কথা উপভোগ করতে দেখা যায় ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আয়ান কুরেশি শুধু নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে ভারতের সিংহভাগ মুসলমানদের মধ্যে কট্টরপন্থী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে । যা রাষ্ট্রের জন্য বিপদ সঙ্কেত বলে মনে করছেন অভিজ্ঞমহল ।।