এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৫ নভেম্বর : শুক্রবার বিধ্বংসী ভূমিকম্পের পর রবিবার ভোর ভোর ৪ টে ৩৮ মিনিটে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিনের কম্পনের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে রামিডান্ডায়, মাটির ১০ কিলোমিটার গভীরে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬ ।
এর আগে শুক্রবার রাতে উত্তর-পশ্চিম নেপালের পাহাড়ে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ১৫৭ জন নিহত হয় এবং প্রচুর মানুষ আহত হয় । বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় । শুক্রবার রাতে আকস্মিক ভূমিকম্পে জাজারকোট জেলার গ্রামের বেশিরভাগ বাড়ি ভেঙে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের কয়েকটি কংক্রিটের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের মধ্যে বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।
এদিন নেপালের পাশাপাশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও । এদিন গভীর রাতে আফগানিস্তানের ফয়জ়াবাদে ভূমিকম্প হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে এদিনের ভূমিকম্পে ভারতে কোনও প্রভাব পড়েনি ।।