দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ নভেম্বর : সুবিধাজনক শর্তে ঋণ দেওয়ার নামে সব মিলিয়ে মোট ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে একটি ঋণদানকারী বেসরকারি সংস্থার এক মহিলা ও পুরুষ কর্মীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নদিয়া জেলার কৃষ্ণনগর থানার মাজদিয়া এলাকার বাসিন্দা নিবেদিতা রায়(২৮) এবং উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জ থানা এলাকার বাসিন্দা কাজল মণ্ডল (৩৭) । শনিবার কাটোয়ার দাঁইহাটে সংস্থার অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ । পরে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে, দাঁইহাটের শিবতলায় রয়েছে ওই সংস্থার অফিসটি । বিগত প্রায় তিনবছর ধরে একটি ভাড়া ঘরে অফিসের কাজকর্ম চলছিল । সংস্থার তরফে এলাকায় প্রচার করা হয় যে ৫০০ টাকা জমা রাখলে ৫০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে । আর তাদের এই প্রচারে আকৃষ্ট হন এলাকার দরিদ্র পরিবারের মহিলারা ।
কাটোয়ার কালিকাপুর গ্রামের বাসিন্দা সুতপা সর্দার নামে এক গৃহবধূ সম্প্রতি কাটোয়া থানায় ওই সংস্থার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তিনি জানান,তিনি সংস্থায় ৫০০ টাকা জমা করলে তাকে এজেন্ট হিসাবে কাজে লাগানো হয় । পরে ১০ জনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করার কথা বলা হলে তিনি আরও কয়েকজনকে নিয়ে আসেন । এরপর তারা সংস্থার কথামত ৫০০ টাকা করে জমা রাখলে ৫০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার বিষয়টি প্রচার করে এলাকায় টাকা তুলতে শুরু করেন ৷
সুতপাদেবীর অভিযোগ,ঋণ তো দুরের কথা, আসল টাকাও দিচ্ছিল না ওই সংস্থা । ফলে তারা যাদের কাছ থেকে টাকা তুলেছিলেন সেই সমস্ত গ্রাহকরা বাড়িতে এসে টাকা ফেরতের জন্য তাগাদা দিতে শুরু করে । এদিকে সংস্থার কাছ থেকে টাকা ফেরতের কোনো আশা না দেখে শেষে তিনি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন ।
জানা গেছে,বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাঁইহাটের ওই সংস্থার দুই কর্মী । সেই মোতাবেক সুতপা সর্দার ছাড়াও সুপ্রিয়া হাজরা, জ্যোতি খাতুনসহ আরও এজেন্টরা টাকা ফেরত নেওয়ার জন্য সংস্থার অফিসে আসেন । কিন্তু টাকা ফেরত না পেয়ে তারা সোজা কাটোয়া থানায় এসে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে সংস্থার ওই দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ ।।