এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৪ নভেম্বর : পাকিস্তানের পাঞ্জাবের বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে তেহরিক জিহাদ নামে একটি ইসলামি চরমপন্থী গোষ্ঠী । অন্যদিকে আজ শনিবার সকালে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নতুন হামলায় ১৭ জন পাকিস্তানি সেনাসহ ২২ জনের মৃত্যু হয়েছে । তবে এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি । পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে পাকিস্তান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে আজ শনিবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অবশ্য বলে যে এই আক্রমণটি তাদের দ্বারা প্রতিহত করা হয়েছিল, এবং ফলস্বরূপ, তিন জঙ্গি নিহত এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । পাকিস্তান সেনাবাহিনী আরও বলেছে, এই হামলায় চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ।
তেহরিক জিহাদ পাকিস্তানের মুখপাত্র মোল্লা কাসিম এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছেন।পাঞ্জাব রাজ্যের এক নিরাপত্তা আধিকারিক বলেছেন,’এখন পর্যন্ত, আমাদের পক্ষ থেকে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বাহিনী আগে থেকেই সতর্ক ছিল ।’
পাকিস্তানি সেনাবাহিনীর পাঞ্জাব অঞ্চলের অভিযান শেষ পর্যায়ে এই হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি, পাকিস্তানের বেশ কয়েকটি রাজ্যে কঠোর নিরাপত্তা পরিবর্তন হয়েছে। রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র পাকিস্তানের তেহরিক-ই-তালিবান গোষ্ঠী চলতি বছরের অক্টোবরে এই দেশের বিভিন্ন রাজ্যে পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর অবস্থানে প্রায় ৯০ টি হামলা চালিয়েছে ।।