আমার স্বপ্নে আজকাল আর
ছোট্ট দূর্গা হাসেনা,
সকাল বিকাল দস্যিপনায়
ঠোঁটের কোণটা ঘামেনা।
রাত্রিদিনের পরিশ্রম এখন
সবটাই মুছেছে
আরাম আয়েশের জীবনে
ক্লান্তিটাও ঘুচেছে।
ভোরে ওঠার তাড়াটাও নেই
মেয়ে পড়ানোর ধুম
অলস ভাবেই সকাল কাটে
সারাটা দিন নিঝুম।
কথা বলার প্রচুর সময়
শুধুই লোকের অভাব
প্রয়োজন শেষে মানুষগুলো
দেখায় নিজের স্বভাব।
মেয়েও আজ সফল
অতি নিশ্চিন্ত এক জীবনে
মা শুধুই রইল পরে
ঘরের এক ছোট্ট কোণে।
মেয়ের খুশি,স্বামীর খুশি
সবটাই মোর ছন্দে আঁকা
জীবনটা মোর দিনের শেষে
রয়ে গেল বিশাল ফাঁকা।
বৃদ্ধাশ্রমের অচলায়তনে
আমার একলা কাটে প্রহর
নাতি-নাতনিহীন জীবনের
মোর নেই যে প্রাণের দোসর।
তাকিয়ে থাকি নীরব চোখে
দুর্গা মায়ের প্রতীক্ষায়
আমার মনও স্বপ্ন আঁকে
নতুন ভোরের অপেক্ষায়।।