এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ নভেম্বর : লক্ষ লক্ষ আফগান নাগরিকদের দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে পাকিস্তান । আফগান পুরুষ, মহিলা ও শিশুদের বেদম মারধর করতে করতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে । এমন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে । ইসলামাবাদের পাঠান পল্লিতে বসবাসরত আফগানিদের ঘরবাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । এমনকি বাড়িতে থাকা মালপথ বের করার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি ।
এবারে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মোতাঘি । তিনি আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধিকে বলেছেন, ‘পাকিস্তানে আফগান শরণার্থীদের বাড়িতে এ দেশের নিরাপত্তা যন্ত্রের দ্বারা অভিযান চালানো হচ্ছে, আফগান নাগরিকদের নগদ সম্পদ জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে এবং অস্থাবর পুঁজি, পরিবহনের যানবাহন এমনকি পশুপাখি স্থানান্তরের অনুমতিও নেওয়া হচ্ছে, তাদের দেওয়া হচ্ছে না ।’
গত বুধবার ছিল কাগজপত্র ছাড়া আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য পাকিস্তানের নির্ধারিত সময়সীমার শেষ দিন। তথ্য অনুযায়ী, চার ৪০ লাখ অবৈধ আফগান অভিবাসীর এক দশমাংশ পাকিস্তানে বাস করে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি পুলিশ আফগান অভিবাসীদের প্রথমে গ্রেপ্তার করে এবং পরে তাদের বাড়িঘর ধ্বংস করে, এখন পর্যন্ত তারা তাদের বেশিরভাগকে জোরপূর্বক বিতাড়িত করেছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে ।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে আফগান অভিবাসীদের উপর চলমান নিপীড়নের অবসান করতে অনুরোধ করেছে । পাশাপাশি আফগানিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পাকিস্তানের কাছে আবেদন জানিয়েছে তালিবান । যদিও পাকিস্তানি কর্তৃপক্ষের তরফ থেকে তালিবানের আবেদনের কোনো সাড়া পাওয়া যায়নি ।।