এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০২ নভেম্বর : রাতে দুই বোনের সাথে মাটির বাড়ির একটা ঘরে শুয়ে ঘুমচ্ছিল আদিবাসী কিশোরী । অভিযোগ,সেই সময় ভঙ্গুর জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তুলে নিয়ে যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্যের ছেলে । সেই সময় কিশোরীর বোনেদের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার করে পরিবারের লোকজনদের ঘুম থেকে তোলে । শেষে পরিবারের লোকজন কিশোরীকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পাড়ুই থানার দামোদরপুর গ্রামে । পরে মেয়েটি লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে । বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা ।
ওই কিশোরী স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী । এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে । কিশোরীর পরিবার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন,অভিযুক্ত যুবকের সঙ্গে এক সময় মেয়ের সম্পর্ক ছিল মেয়েটির । কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে সে বেড়িয়ে আসার চেষ্টা করছিল । আর এতে ক্ষুব্ধ হয়ে তার প্রেমিক তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ । প্রেমিকের এই প্রকার আচরণে ভয়ে স্কুল বা টিউশনে যাওয়া বন্ধ করে দিয়েছিল কিশোরী । কিন্তু তাতেও মেয়েটিকে নিস্তার দেয়নি পঞ্চায়েত সদস্যের ছেলে । অবশেষে সে গভীর রাতে ঘরে ঢুকে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । যদিও ছেলের এই কুকর্মের বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কোনো মতামত পাওয়া যায়নি ।।