এইদিন ওয়েবডেস্ক,কেরালা,০২ নভেম্বর : মালায়ালাম অভিনেত্রী ডাঃ প্রিয়া আকর্ষিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । বুধবার (০১ নভেম্বর ২০২৩) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৩৫ বর্ষীয়া ওই অভিনেত্রীর । রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার সন্তান আইসিইউতে রয়েছে। প্রিয়ার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে ।
ইন্সটাগ্রামে প্রিয়ার মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেতা কিশোর সত্য । তিনি লিখেছেন, ‘মালয়ালাম টেলিভিশন জগতে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডাঃ প্রিয়া । তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । শিশুটি আইসিইউতে রয়েছে।’ তিনি আরও লেখেন, ‘অন্য কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না প্রিয়ার। বুধবার তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি ।’
প্রিয়া মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির একটি বড় নাম। করুটামুথুতে তার ভূমিকার জন্য তিনি স্বীকৃতি পান। পেশায় চিকিৎসক প্রিয়া পরে অভিনয় জগতে প্রবেশ করেন । কিন্তু বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি। তিনি তিরুবনন্তপুরমের পিআরএস হাসপাতালে এমডি করছিলেন বলে জানা গেছে ।
সম্প্রতি মারা গেছেন অভিনেত্রী রঞ্জুশা মেনন ।
মালয়ালম অভিনেত্রী রঞ্জুশা মেনন মারা যান ডক্টর প্রিয়ার মৃত্যুর একদিন আগে। ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। রঞ্জুশা মেননের আকস্মিক মৃত্যুর শোক এখনো কাটাতে পারেনি । এদিকে প্রিয়ার মৃত্যুর পর বিনোদন জগতকে বড় ধাক্কা দিয়েছে । একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা, ভেঙে পড়েছেন তার স্বামী নান্নাও ।।