এইদিন ওয়েবডেস্ক,০২ নভেম্বর : গত ৭ অক্টোবর প্যারাট্রুপারের সাহায্যে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ব্যাপক নাশকতা চালায় ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন হামাস । জীবন্ত পুড়িয়ে,শিরোচ্ছেদ করে,নির্বিচারে গুলি করে ১,৪০০ জন ইসরায়েলিকে হত্যা করে ওই সন্ত্রাসী গোষ্ঠীটি । এমনকি ইসরায়েলি সেনার বুক চিড়ে হৃৎপিন্ড বের করে খেতে দেখা গেছে হামাসের নররাক্ষসদের । অন্ত:স্বত্ত্বা ইসরায়েলি বধূকে মেরে তার পেট চিড়ে গর্ভস্থ ভ্রুণকে বের করে শিরোচ্ছেদ পর্যন্ত করেছে তারা । ৭ অক্টোবর সকাল থেকে যে কয়েক ঘন্টা নৃশংস বর্বরোচিত হামলা হামাস চালিয়েছিল তা কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকেও হার মানিয়ে দিয়েছিল বলে জানিয়েছিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।
হামাসের এই প্রকার নৃশংসতায় বিশ্বের অমুসলিমরা শিহরিত হয়ে ওঠে । হামাসকে চিরতরে নির্মুল করার দাবিও তোলে ক্ষুব্ধ মানুষ । এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের পালটা অভিযান শুরু হতেই প্রমাদ গুনছে হামাস । নিজেদের ভাবমূর্তি ঠিক করতে ও বিশ্ববাসীর সহানুভূতি কুড়তে এখন তারা মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছে ।
ফিলিস্থিনের তরফে দাবি করা হচ্ছে যে ইসরায়েলের আক্রমণে এযাবৎ ৮,৮০০ জন ফিলিস্থিনের মৃত্যু হয়েছে এবং ২২,০০০ জন আহত হয়েছে । দাবি করা হচ্ছে মৃতদের অর্ধেকই শিশু ও মহিলা । কিন্তু সোশ্যাল মিডিয়ায় হামাসের পোস্ট করা ছবি ও ভিডিওতে তাদের এই মিথ্যা ধরা পড়ে গেছে ।
হামাসের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে শিশুদের আকৃতির প্রচুর প্লাস্টিকের পুতুল তৈরি করে মুখে লাল রঙ লাগিয়ে এবং সাদা কাপড়ে মুড়ে ভিডিও রেকর্ড বা ছবি তোলাচ্ছে হামাসের সন্ত্রাসীরা । অভিজ্ঞ মহলের দাবি,হামাস বা ফিলিস্থিন কর্তৃপক্ষ হতাহতের যে পরিসংখ্যান দিচ্ছে তা আদপেই সত্যি নয় । মিথ্যা পরিসংখ্যান প্রচার করে এবং শিশু পুতুল দেখিয়ে বিশ্বের সহানুভূতি কুড়িয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের হামলার হাত থেকে ওই সন্ত্রাসী সংগঠনটি কোনো রকমে রেহাই পেতে চাইছে বলে মনে করছেন অভিজ্ঞমহল ।।