এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ নভেম্বর : অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপন (ক্যাশ-ফর-কোয়েরি) অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র । সংশ্লিষ্ট তিন মন্ত্রালয়ের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন নথি এবং প্রমাণ সহ তিনটি রিপোর্টের ভিত্তিতে এথিক্স কমিটিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর । মহুয়া মৈত্র অভিযোগ অস্বীকার করেছেন, তবে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সাথে সংসদীয় লগইন শেয়ার করার কথা স্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহরায় যিনি মৈত্রার বিরুদ্ধে সংসদে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন, তাকে গত মাসে এথিক্স কমিটি জিজ্ঞাসাবাদ করেছিল ।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারিতে জেরা করতে চলেছে ইডি । এনিয়ে কটাক্ষ করেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে । তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ অরবিন্দ কেজরিওয়াল এবং মহুয়া মৈত্রকে ‘দু’নম্বরি’ বলে সম্বোধন করে লিখেছেন,’উভয় দু’নম্বরিকে ২ নভেম্বর উপস্থিত হতে হবে।: দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে কেজরিওয়ালকে আক্রমণ করছে । অন্যদিকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করা নদীয়া জেলার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুলেছে বিজেপি ।।