এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ নভেম্বর : বিদেশ সফর শেষে দীর্ঘদিন সর্বসমক্ষে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । এবারে কোনো দুর্গাপূজা মণ্ডপেও দেখা যায়নি তাকে । এমনকি মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জিও কোনো প্যান্ডেলমুখি হননি । যেকারণে বিভিন্ন প্রশ্ন উঠছিল । এখন জানা যাচ্ছে যে বিদেশ সফরের পর কলকাতায় ফিরে পায়ের সমস্যার কারনে তিনি বাড়ির বাইরে বের হতে পারেননি । প্রায় দেড় মাস পর মঙ্গলবার নবান্নে আসেন মুখ্যমন্ত্রী । আজ বুধবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পায়ের সমস্যার কথা জানিয়ে বলেন,’ভুল চিকিত্সার কারণে আমার পায়ের ক্ষতস্থানে সেপটিক হয়ে গিয়েছিল । প্রায় ১০ দিন স্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল, এখনো ওষুধ চলেছে । সেই কারনে আমি বিছানা থেকে উঠতে পারিনি ।’ যদিও তিনি জানিয়েছেন যে বাড়িতে বসেই তিনি মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং সমস্ত প্রশাসনিক কাজ সেরেছেন ।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল মানুষকে শুভবিজয়া দশমীর শুভেচ্ছা জানান এবং দাবি করেন যে এবারের দুর্গাপূজায় ৭২,০০০ থেকে ৮০,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন,’পুলিশের আভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী গত বছর আনুমানিক ৩৮,০০০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল । এবারে পুলিশের সমীক্ষা অনুযায়ী
২,০০০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে । তবে
আমার অনুমান ওটা ৮০,০০০ কোটি টাকার মত হবে । মোট ৩,০০,০০০ কর্মসংস্থান হয়েছে ।’ পাশাপাশি আগামী বছর আরও ভালোভাবে দুর্গাপূজোর আয়োজন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ।।