এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০১ নভেম্বর : আজ বুধবার রাজস্থানের আলওয়ার জেলার তিজারা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার সময় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের কথাও উল্লেখ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি বলেন,’তালিবানি মানসিকতার সমাধান হল বজরংবলির গদা। আপনারা দেখতে পাচ্ছেন ইসরাইল কিভাবে গাজায় তালিবানি মানসিকতাকে চূর্ণবিচুর্ণ করার জন্য কাজ করছে। সঠিকভাবে আঘাতে করছে । অরাজকতা ও সন্ত্রাসবাদ সভ্য সমাজের জন্য সবচেয়ে বড় কলঙ্ক ।’ তিনি বলেন,’ভোটব্যাঙ্কের রাজনীতির সঙ্গে যখন গুন্ডামি ও নৈরাজ্যের মিশে যায় তখন একজন দরিদ্র, একজন অসহায় ব্যক্তি, একজন নারী, একজন ব্যবসায়ী এবং সমগ্র সভ্য সমাজ এর কবলে পড়ে ।’
রাজস্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের গেহলট সরকারকে এদিন তুলোধুনো করেন যোগী আদিত্যনাথ । তিনি বলেন,’উত্তরপ্রদেশে ২৫ কোটি জনবসতি, কিন্তু কোনো গুন্ডার হিম্মত নেই কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলা করে । কোনো গুন্ডার হিম্মত নেই কোনো ব্যবসায়ীর সম্পত্তির উপর কব্জা করে । কোনো দূর্বল,গরীব, দলিতের জমি দখল করতে পারবে না । আর যদি করে তাহলে বুলডোজার তাকে ঠিক করে দেবে । উত্তরপ্রদেশে মেয়েদের যেমন সুরক্ষা আছে,তেমনি সন্ন্যাসীদের সম্মানও আছে । গোবংশের কোনো ক্ষতি হয়না উত্তরপ্রদেশে ।’ এরপর রাজস্থানের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন,’রাজস্থানে ব্যাপক ভাবে গোবংশের ক্ষতি করা হচ্ছে । রাজস্থানের সরকার হিন্দু বিরোধী । গুন্ডা আর অপরাধীদের প্রশ্রয় দেয় । মনে আছে, কানাইয়ালালের কিভাবে শিরোচ্ছেদ করা হয়েছিল? উত্তরপ্রদেশে যদি কেউ এই কাজ করত তাহলে তার কি পরিনতি হত তা সবাই কল্পনা করতে পারে । কিন্তু রাজস্থানে অত্যাচার, অনাচারকে প্রশ্রয় দেওয়া হয় । এখানে পুজনীয় সন্ন্যাসীর আশ্রমে হামলা হয়েছে । মেয়েরা নির্যাতিত হচ্ছে ।’
উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচন হবে ২৫ নভেম্বর এবং ভোট গণনা হবে ৩ রা ডিসেম্বর । একাধিক ইস্যুতে রাজস্থানের কংগ্রেস সরকার অনেকটাই ব্যাকফুটে আছে । ভোট পূর্ববর্তী সমীক্ষায় এবারের রাজস্থানের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রবনতা লক্ষ্য করা গেছে ।।