এইদিন ওয়েবডেস্ক,তেল আভিভ,০১ নভেম্বর : মঙ্গলবার গাজা উপত্যকার জাবালিয়ায় বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শতাধিক হতাহত হয়েছে । ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নৃশংস হামলার ঘটনায় ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক স্থানীয় বোমা হামলা বলে মনে করা হচ্ছে । ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, হামাসের সন্ত্রাসীরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলিতে ভয়ঙ্কর নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে,সন্ত্রাসীরা সুড়ঙ্গ থেকে বেড়িয়ে এসে আচমকা হামলা চালাচ্ছে । মূলত গাজার জনবহুল এলাকায় রয়েছে সুড়ঙ্গের জাল । ইন্দোনেশিয়ান হাসপাতালের মেডিকেল ডিরেক্টর মারওয়ান সুলতান জাবালিয়ার বিমান হামলা সম্পর্কে বলেছেন,’এটি হতাহতের জলপ্রপাত ছিল ।’ তিনি জানান, গাড়ি, মোটরবাইক, গাধা গাড়ির মাধ্যমে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ।
সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ আগুনে পুড়ে যাওয়া ভবনগুলির মধ্যে হাতড়াচ্ছে, বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। এক যুবক আত্মীয়ের মৃতদেহের উপর চিৎকার করছে যখন অন্য লোকেরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাসিন্দাদের খালি হাতে কংক্রিটের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে হাত লাগাতে দেখা গেছে ।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের গাজার উত্তরের ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলের বিমান হামলায় অন্তত অর্ধশতাধিক নিহত এবং দেড়শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরইমধ্যে নিহতের সংখ্যা ৫০ জন নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলার কারণে শরণার্থী শিবিরে বিস্ফোরণ হয়েছে।গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে জাবালিয়া শরণার্থী শিবির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল।
গাজা সিটির উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরটি ওই ভূখণ্ডে থাকা আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় । জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসেও সেখানে এক লাখ ১৬ হাজারের কিছু বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর বসবাস ছিল। সর্বশেষ তথ্যানুযায়ী, ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার প্রায় অর্ধেকই শিশু। আহত হয়েছেন আরও ২০ হাজার। এছাড়া বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। অন্যদিকে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের হামলায় তাদের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এখনো দুই শতাধিক ইসরায়েলিরকে অপহরণ করে রেখেছে হামাস সন্ত্রাসীরা ।।