এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,৩১ অক্টোবর : রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শচীন পাইলট এবং তাঁর স্ত্রী সারা পাইলটের বিবাহবিচ্ছেদ হয়েছে । শচীন পাইলটের নির্বাচনী হলফনামায় এই তথ্য জানানো হয়েছে । পাইলটের নির্বাচনী হলফনামায় এ তথ্য জানানো হয়েছে। টঙ্ক বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রার্থিতা জমা দেওয়ার পরে যে হলফনামা দাখিল করেছেন, পাইলট তার স্ত্রীর নামের আগে ‘ডিভোর্স’ লিখেছেন । শচীন পাইলটের অরুণ ও বিহান নামে দুই ছেলে রয়েছে ।
সারা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিনিয়র ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর মেয়ে এবং ওমর আবদুল্লাহর বোন ।শচীন পাইলট ২০০৪ সালের জানুয়ারিতে সারা পাইলটকে বিয়ে করেন । বিদেশে পড়াশোনা করার সময় তাদের পরিচয় ও প্রেম হয় । ৯ বছর আগে শচীন এবং সারার বিচ্ছেদের গুজব উঠেছিল, কিন্তু সেই সময় তারা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন । পরে ২০১৮ সালের ডিসেম্বর মাসে যখন শচীন পাইলট ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তখন সারা পাইলট, উভয় ছেলে এবং ফারুক আবদুল্লাহও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে টঙ্ক বিধানসভা আসনে নিজের মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী হলফনামায় বিবাহ বিচ্ছেদের কথা কবুল করেছেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট ।।