এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,৩১ অক্টোবর : সোমবার রাতে কোচবিহার জেলার সিতাইয়ে দুই ডিওয়াইএফআই নেতাকে বেদম মারধরের ঘটনা ঘটেছে । আহত ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির সহ সম্পাদক ইউসুফ আলি এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাসের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম । রাতেই এনিয়ে সিতাই থানায় অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,আগামী ৩ নভেম্বর থেকে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ‘ইনসাফ যাত্রা’ শুরু হবে কোচবিহারে । তারই প্রস্তুতি হিসাবে সোমবার বিকেলে সিতাইয়ে মিছিলের আয়োজন করেছিল ডিওয়াইএফআই । মিছিল শেষে একটা মোটরসাইকেলে চড়ে দিনহাটায় ফিরছিলেন ইউসুফ আলি ও শুভ্রালোক দাস । কিন্তু তারা রাত সাড়ে নটা নাগাদ সিতাই থানার শেওড়াফুলি পেট্রোল পাম্পের কাছাকাছি আসতেই আগ্নেয়াস্ত্র ও লাঠি হাতে চার-পাঁচ জনের একটা দল তাদের পথ আটকিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে যুব সংগঠনের সদস্য আকিব হাসান সেখানে গেলে তাকেও বেদম পেটানো হয় বলে অভিযোগ ডিওয়াইএফআই নেতৃত্বের ।
ডিওয়াইএফআই-এর অভিযোগ দিনহাটার সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল রায় বসুনিয়ার নেতৃত্বেই তাদের দলের নেতাদের উপর হামলা চালালো হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল নেতৃত্ব ।।