আমার সাথে কিছু নেই তার,
কথা বলার ইচ্ছেটাও নাকি হারিয়েছে
দু’শো বছর আগে!
আমার জমানো দুঃখ নেই আর,
তার যাওয়া আসায় তবু অভিমান লেগে থাকে।
আমার সাথে দেখা যায়নি তাকে কখনো কোনোখানে একা,
সহস্র কথারা কবিতা গল্প সাজিয়েও দৃশ্যপটে শূন্যতা লেখা।
আমার সাথে তার বন্ধুর মতো দেখতে শত্রুতা বরাবর,
ভালোবাসা না জমলেও ঝগড়টা চলবে জীবনভর।
কয়েক জন্ম পার করেও যার শেষ হয়নি হবে না।
তার কথারা আমার কথার ধার সবে না।
তেলে জলে মেশেনা কিন্তু রামধনু রং সৃষ্টি হয় বটে।
একমুঠো রং মাখালেও তার মেজাজ যায় চটে।
আমিও আঘাত কম করিনি,
রাগলে চালাই অচিন্ত্য ভাষা।
আমাদের কোনো মিল নেই
নেই কারো কোনো প্রাত্যাশা ,
শুধু কথারা থাকুক কথারা বাঁচুক,
কথা দিয়ে ভাঙ্গুক কথার ঢেউ।
এ জন্ম নয় কোনো জন্মেই আমরা নই কারো কেউ।।