এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ অক্টোবর : মুসলিম ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে ইসরায়েলের উপর ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নৃশংসতা নিয়ে মুখ খুলছে না কংগ্রেস ও বামফ্রন্ট । উলটে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে তোষামোদের রাজনীতি শুরু করেছে ওই দুই দল । আজ সোমবার দিল্লির লাল কেল্লার মাঠে আয়োজিত ‘রাবণ দহন’ অনুষ্ঠানে অংশ নিয়ে ফের ইসরায়েলের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধি।
তিনি বলেছেন,’ইসরায়েলের সাথে বন্ধুত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এর অর্থ এই নয় যে আমরা ফিলিস্তিনিদের জমি দখল ভুলে যাব । কেন ফিলিস্তিনিরা হামাসের হামলার শিকার হচ্ছে? এটা সম্পূর্ণ ভুল । ইসরায়েলি সেনাবাহিনীর হামলা গুরুতর হয়ে উঠেছে, ইসরায়েল প্রতিশোধ হিসেবে হামলা চালাচ্ছে । দেড় দশকেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে ইসরাইল গাজাকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে । ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনিদের মানব পশু বলেছেন, এই ভাষা অমানবিক ।’
তিনি আরও বলেছেন,’এটা দুঃখজনক যে বিশ্বের শক্তিধর দেশগুলো সহিংসতা বন্ধ না করে এক তরফা কথা বলছে । গাজায় সামরিক অভিযান অবশ্যই বন্ধ করতে হবে অন্যথায় এই এলাকায় কেউ শান্তিতে থাকতে পারবে না ।’
প্রসঙ্গত,গত ৭ অক্টোবর প্যারাট্রুপারের সাহায্যে সীমান্ত অতিক্রম করে হাজার খানেক হামাস সন্ত্রাসী দক্ষিণ ইসরায়েলে ঢুকে ব্যাপক নাশকতা চালায় । ১,৪০০ জন ইসরায়েলি শিশু,মহিলা,পুরুষ,বৃদ্ধ বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয় । তাদের কাউকে শিরোচ্ছেদ করা হয় । কাউকে গুলি করে এবং কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয় । সঙ্গীতের অনুষ্ঠান দেখতে যাওয়া একজন জার্মান তরুনীকে নির্মমভাবে হত্যা করে নগ্ন করার পর প্যারেড পর্যন্ত করায় হামাস সন্ত্রাসীরা । এখনো দুই শতাধিক ইসরায়েলি হামাসের হাতে বন্দি আছে । অথচ হামাসের এই প্রকার বর্বরোচিত হামলার সমালোচনা না করে ফিলিস্তিনের স্বাধীনতার নামে সন্ত্রাসী হামাসকে প্রচ্ছন্ন সমর্থন করে যাচ্ছে কংগ্রেস,বামফ্রন্ট ও ভারতের মুসলিমরা । এর আগে ইসরায়েল-হামাস যুদ্ধ বিরতি নিয়ে জাতিসংঘে ভোটাভুটিতে ভারত অনুপস্থিত থাকায় কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিল ।।