এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ অক্টোবর : প্রবীণ বলিউড অভিনেত্রী তথা মনসুর আলী খান পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর খানকে জামিয়া মিলিয়া ইসলামিয়ার সর্বোচ্চ সম্মান ইমতিয়াজ-ই-জামিয়ায় (Imtiaz-e-Jamia) ভূষিত করা হয়েছে । ৭৯ বর্ষীয়া অভিনেত্রীকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে আজ রবিবার জামিয়ার চ্যান্সেলর নাজমা আখতার দ্বারা সংবর্ধনা দেওয়া হয় । হিন্দি সিনেমায় অবদানের জন্য শর্মিলাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় । সম্মানিত করায় শর্মিলা ঠাকুর খান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন,’বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুহূর্ত থেকে এটি আমার কাছে একটি আবেগময় মুহূর্ত ছিল… মানুষ আমাকে যে ভালবাসা দেখিয়েছে তাতে আমার হৃদয় ভরে গেছে । জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রথম মহিলা চ্যান্সেলর দ্বারা সম্মানিত হওয়ায় আমি কৃতজ্ঞ ।’
১৯৪৪ সালের ৮ ডিসেম্বর হায়দ্রাবাদে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন শর্মিলা ঠাকুর । চলচিত্র জগতে প্রবেশের পর হিন্দি ও বাংলাসহ অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন । ভারতের তৎকালীন ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে ভালোবেসে তিনি বিয়ে করেন । ধর্মান্তরিত হওয়ার পর আয়েশা সুলতানা,আয়েশা সুলতানা খান,শর্মিলা ঠাকুর খান,শর্মিলা খান এবং আয়েশা খান প্রভৃতি নামে পরিচিত হন ।
শর্মিলা ঠাকুর খান ও মনসুর আলী খান পতৌদির এক ছেলে ও এক মেয়ে । ছেলে সইফ আলি খান একজন হিন্দি চলচ্চিত্রের অভিনেতা এবং মেয়ে সোহা আলি খান হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী । কংগ্রেসের রাজত্বকালে ২০০৪ সালের অক্টোবর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান ছিলেন পতৌদি পত্নী শর্মিলা ঠাকুর খান ।।