প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ অক্টোবর : রাতে আবগারি দপ্তরের লোকজনকে হানা দিতে দেখেই ধরা পড়ার ভয়ে চোলাইয়ের হাঁড়ি সহ ডিভিসির সেচখালে মরণঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধ। তাঁর খোঁজে শনিবার দিনভর তল্লাশি চালানোর পর বিকেলে সেচ খালের জল থেকে উদ্ধার হল ওই মৃতদেহ।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ফকিরপুর এলাকায় । মৃতর নাম গণেশ মল্লিক (৬২)।এই ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁষছেন এলাকার বাসিন্দারা ।
এলাকা সূত্রে জানা গিয়েছে,শুক্রবার রাতে ফকিরপুরে তল্লাশি অভিযানে যায় আবগারি দপ্তরের কর্মীরা। স্থানীয়দের দাবী সেই সময় আবগারির কর্মীদের দেখে পালাতে গিয়ে চোলাইয়ের হাঁড়ি সঙ্গে নিয়ে দামোদরের সেচখালে ঝাঁপ দেয় ফকিরপুরের বাসিন্দা গণেশ মল্লিক। সেই থেকেই খোঁজ মিলছো না গণেশ মল্লিকের। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিস্তর খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেননি, পরে পুলিশ ও বর্ধমান সিভিল ডিফেন্সের কর্মীরা স্পীডবোর্ড নিয়ে তল্লাশি চালায়। শনিবার সকালে দুর্গাপুর থেকে ডুবুরি নিয়ে এসে তল্লাশী চালায় প্রশাসন।
স্থানীয় বাসিন্দা প্রশান্ত বাগদী ও সনাতন দাসরা জানান,’ফকিরপুরের ডিভিসি সেচখালের পাশে চোলাই বিক্রি করছিল। আচমকাই আবগারি দপ্তরের লোকজন হানা দেওয়ায় ভয়ে পাশের ক্যানেলে ঝাঁপি দেয়। তার পর থেকেই কোন খোঁজ মেলেনি’।বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। রবিবার মৃতদেহের সুরতহাল হবে।।