এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ অক্টোবর : অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপন করার মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে মঙ্গলবার ৩১ অক্টোবর লোকসভার এথিক্স কমিটির সামনে উপস্থিতি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু কমিটির চেয়ারম্যানকে চিঠি লিখে মহুয়া জানান যে তিনি মঙ্গলবার হাজিরা দিতে পারবেন না । পরিবর্তে ৫ নভেম্বরের পর সময় চান তৃণমূলের সাংসদ । শেষ পর্যন্ত মহুয়া মৈত্রকে ২ নভেম্বর উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এরপর এই তারিখ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট করে দিয়েছে কমিটি । পাশাপাশি কমিটি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত গোদেত্রয়ের মতামত চেয়েছে ।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবসায়ী হিরানন্দানির নির্দেশে লোকসভায় প্রশ্ন করার জন্য ঘুষ এবং উপহার গ্রহণের অভিযোগ তুলেছিলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত গোদেত্রয় । বিষয়টি নিয়ে তদন্তের জন্য তারা লোকসভার স্পিকারের কাছে আবেদন জানান । মামলাটি যায় এথিক্স কমিটির কাছে । বৃহস্পতিবার, নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত গোদেত্রয় তৃণমূল কংগ্রেস সাংসদ মৈত্রের বিরুদ্ধে কমিটির কাছে ‘মৌখিক প্রমাণ’ দিয়েছেন বলে জানা গেছে ।
অন্যদিকে মহুয়া মৈত্র বলেছেন যে নিশিকান্ত দুবে এবং অনন্ত গোদেত্রয় আমার বিরুদ্ধে যে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আমাকে একটি ন্যায্য শুনানি এবং নিজেকে রক্ষা করার যথেষ্ট সুযোগ দেওয়া উচিত । তবে মহুয়া মৈত্রকে আর সময় দিতে রাজি নয় সংসদের এথিক্স কমিটি ।।