এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক সিটি,২৮ অক্টোবর : ইসরায়েল-হামাস যুদ্ধে জাতিসংঘের ভোটাভুটিতে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের পক্ষে গেল পাকিস্তান, আফগানিস্তান,বাংলাদেশ সহ ১২০ টি দেশ । এমনকি রাশিয়া ও চীনও হামাসকেই সমর্থন করে পাকিস্তানদের দলে নাম লিখিয়েছে । উল্লেখযোগ্য বিষয় হল যে এই তালিকাতে নাম লিখিয়েছে ফ্রান্স, ভুটান ও নেপালও । ভোটাভুটিতে অনুপস্থিত ছিল ৪৫ টি দেশ । তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারত, নেদারল্যান্ডস, সুইডেন । বিপক্ষে ভোট দিয়েছে অস্ট্রিয়া,ক্রোয়েশিয়া,চেকিয়া,ফিজি, গুয়াতেমালা, হাঙ্গেরি,মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউ গিনি প্যারাগুয়ে, টোঙ্গা ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে মোট ১৪ টি দেশ ।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ব্যাপক নাশকতা চালায় ইরান সমর্থিত ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । ১,৪০০ জনেরও অধিক ইসরায়েলিকে নৃশংসভাবে শিরোচ্ছেদ,জীবন্ত পুড়িয়ে এবং গুলি করে হত্যা করে হামাসের সন্ত্রাসীরা । ওই তালিকায় অনেক শিশু ও বৃদ্ধ বৃদ্ধাও রয়েছে । শুধু তাইই নয়, অল্প বয়সী ইসরায়েলি মেয়েদের বন্দি করে গনধর্ষণ পর্যন্ত করে হামাসের সন্ত্রাসবাদীরা । এর পালটা হিসাবে হামাসকে চিরতরে নির্মুল করতে গাজায় ‘অপারেশন আয়রন সোর্ড’ শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স । ফলে গাজায় সন্ত্রাসীসহ অনেক হতাহতের ঘটনা ঘটে ।
এদিকে হামাসের সাথে যোগ দেয় ইরান সমর্থিত লেবাননের আরও এক সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ । ওই দুই সন্ত্রাসী সংগঠন মিলে ইসরায়েলে লাগাতার রকেট হামলা চালিয়ে যাচ্ছে । প্রত্যুত্তর দিচ্ছে আইডিএফও । শুক্রবার রাতে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায় । যেখান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে লাগাতাএ রকেট হামলা চালিয়ে যাচ্ছিল হিজবুল্লাহর সন্ত্রাসবাদীরা ।।