এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,২৮ অক্টোবর : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে হুমকি দিয়েছে । ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গাজাতে স্থল অভিযানের কথা ঘোষণা করার পর এই হুমকি দেয় হুথি সন্ত্রাসী গোষ্ঠী । গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন ‘ইলাত’ ।
এর আগে তাবা ইলাত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লোহিত সাগরের উপর একটা সন্ত্রাসী গতিবিধির উপর যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে ধ্বংস করে দেয় আইডিএফ । মিশরের তাবা শহরে একটি মানববিহীন বিমানের সাহায্যে একটা গাড়িতে আঘাতে ছয়জন আহত হওয়ার কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে । আইডিএফ জানিয়েছে যে লোহিত সাগর এলাকা থেকে ইসরায়েলে হামলা চালানোর মতলব করেছিল ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি সন্ত্রাসী গোষ্ঠী । হুথিরা লোহিত সাগর দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করার কয়েকদিন পর মিশরে বিস্ফোরণের ঘটনা ঘটে ।।