মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার
মাতৃদুগ্ধ পানে বাঁচতে চাই
তোমরা কেন ধরাও ফিডিং বোতল মুখে
আমি ছোট্ট শিশু কৃত্রিমতার নেই বালাই
আমি ছোট্ট শিশু নেই কোন বোধ
তুমি তো মা লেখাপড়া শিখে জ্ঞানী।
স্তন্যপান করানোয় কেন আপত্তি?
শরীরের গঠন নষ্ট হবে, এই ভাবো মা তুমি!
আমরা শিশু, ছোট্ট জীবন, অকৃত্রিম নিষ্পাপ
তোমারই কোলে পৃথিবীর প্রথম আলো দেখা,
সযত্নে মা তোমার গর্ভে সস্নেহে দশ মাস নিশ্চিন্ত
আমার কান্নায় তোমার মুখে হাসি যখন ভূমিষ্ঠ ।
মাতৃত্বের স্বাদে ধন্য তুমি, সৃষ্টিতে তুমিই আধার
তোমার বুকের অমৃত সুধা পানে, ক্ষুধা মিটবে আমার,
কৃত্রিমতায় হারিয়েছে মাতৃ দুগ্ধ, রকমারি বেবী ফুড
বুকের দুধ না খেয়ে ফিডিং বোতলে আমি দি চুমুক ।
স্তন্যপান আমার জন্মগত অধিকার মৌলিক দৃষ্টিতে,
ঈশ্বর হয়তো প্রকট না হয়ে করেছেন তোমার সৃষ্টি যে ।