এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : ‘মমতা ব্যানার্জির ডান বামে যেকটা আছে সব এক একটা ডাকাতের সর্দার, মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে আসছে’-রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতারের পরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । রেশন দূর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’কে সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সকাল প্রায় ৬.১৫ থেকে তল্লাশি অভিযান শুরু করে ইডি । পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদ । অবশেষে আজ শুক্রবার ভোর রাতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় বলেন,’আজ বালুর জন্য প্রাণ কাঁদছে । কারন বালু ওনার কাছের লোক,বাড়ির ছেলে । যেকটা মমতা ব্যানার্জির ডান বামে আছে সব এক একটা ডাকাতের সর্দার । শত শত কোটি টাকার মালিক । তাই মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে আসছে । তার জন্য বিজেপির দরকার নেই,তার পরিবার ও পার্টির লোকই যথেষ্ট ।’
উল্লেখ্য, গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় ইডির সদর দপ্ত্র সিজিও কমপ্লেক্সে । সেখানেও মন্ত্রীকে আরও একদফা জেরা করেন ইডির আধিকারিকরা । তারপরেই মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিজিও থেকে গাড়িতে ওঠার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের গ্রেফতারি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,’এটা বিজেপি ও শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র’। তিনি বিশেষভাবে দাবি করেন তাঁর গ্রেফতারির পিছনে বিরোধী দলনেতার ‘হাত’ রয়েছে । জ্যোতিপ্রিয় মল্লিকের এই অভিযোগ প্রসঙ্গে যদিও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেও প্রতিক্রিয়া পাওয়া গেছে । এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন তিনি । সুকান্ত মজুমদার লিখেছেন,’রেশন কেলেঙ্কারির কারিগর গ্রেফতার হলো, কিন্তু সে তো ‘কান’.. চিন্তা নেই ‘মাথা’ও ঢুকবে খুব শিগগিরি ।’ অন্য একটা পোস্টে তিনি লিখেছেন,’ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম ‘হারাধনের দশটি ছেলে, রইলো বাকি….’!! কবিতাটি হঠাৎ মনে পড়লো…! আইনের ঊর্ধ্বে কেউ না, অন্যায় যারা করেছে শাস্তি তাদের হবেই…।’
প্রসঙ্গত,রেশন দূর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমনাকে । বাকিবুরের প্রচুর জমি জায়গা সহ প্রায় ১০০ কোটির সম্পত্তির খোঁজ পায় ইডি। এমনকি দুবাই ও বাংলাদেশেও বাকিবুরের ব্যবসা রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারী দল । তাকে জেরা করেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যুক্ত থাকার প্রমান পায় ইডি । শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা গ্রেফতার হন ইডির হাতে । আজই ধৃত মন্ত্রীকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি ।।