এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : করোনা মহামারীর সময় কেন্দ্র সরকারের পাঠানো বিনামূল্যের রেশনে ব্যাপক দূর্নীতি হয়েছিল এরাজ্যে । অবশেষে রেশন দূর্নীতির মামলায় আজ শুক্রবার ভোরে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তার আগে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা ধরে মন্ত্রীর মল্লিকের সল্টলেকের বিসি ২৪৪ ও বিসি ২৪৫ নম্বর বাড়িতে তল্লাশি অভিযান ও মন্ত্রীকে জেরা করেন ইডির আধিকারিকরা ।
এদিকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে লিখেছেন,’তৃণমূলের যে যে মন্ত্রী বিধায়ক গ্রেফতার হলেন : পার্থ চট্টোপাধ্যায়, ২৩ শে জুলাই ২০২২ । মানিক ভট্টাচার্য, ১১ অক্টোবর ২০২২ । জীবনকৃষ্ণ সাহা, ১৭ এপ্রিল ২০২৩ । জ্যোতিপ্রিয় মল্লিক,২৭ অক্টোবর ২০২৩ । এরপর তিনি রাজ্যের শাককদল তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন,’এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে ।’
এদিকে জানা যাচ্ছে যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতই জ্যোতিপ্রিয় মল্লিকও বোলপুরের শান্তিনিকেতনে একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন । ‘দোতারা’ নামে ওই বাড়িটির আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা । জ্যোতিপ্রয় মল্লিক বাড়িটি ২০১৭ সালে প্রায় দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন বলে জানতে পেরেছেন ইডির আধিকারিকরা । মন্ত্রী যতই দাবি করুন যে তার গ্রেফতারির পিছনে ‘গভীর ষড়যন্ত্র’ রয়েছে, কিন্তু রেশন দূর্নীতি মামলায় তিনি যে আষ্টেপৃষ্টে ফেঁসে গেছেন তা দিনের আলোর মত স্পষ্ট বলে মনে করছেন অভিজ্ঞমহল ।।