এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৭ অক্টোবর : বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের আর্নিয়া এবং সুচেতগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর ৫ ভারতীয় পোস্টে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তান রেঞ্জাররা । গুলি লেগে আহত হয়েছে দুই বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মী এবং একজন বেসামরিক ব্যক্তি । আহত জওয়ানদের বিশেষ চিকিৎসার জন্য জম্মুর জিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে কর্মকর্তা জানিয়েছেন । তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জানা গেছে, আর্নিয়া সেক্টরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পাকিস্তানি সেনা আচমকা ৫ টি ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে । পাকিস্তানের চার থেকে পাঁচটি পোস্ট গোলাগুলির সাথে জড়িত। সূত্র পিটিআইকে জানিয়েছে যে পাকিস্তানি রেঞ্জাররাও জনবসতি এলাকায় মর্টার শেল নিক্ষেপ করেছে,ফলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা বলেছে যে পাকিস্তানের মর্টার সেল নিক্ষেপের কারনে আর্নিয়া, সুচতগড়, সিয়া, জাবোয়াল এবং ত্রেভাসহ কয়েকটি এলাকা আগুনের কবলে পড়েছিল । পাকিস্তানের গোলাগুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । তবে বিএসএফের পাল্টা পদক্ষেপে পাকিস্তানি পোস্টের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি ।।
ছবি : আহত বিএসএফ জওয়ান ৷ সৌজনে দ্য রাইজিং কাশ্মীর ।