এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর ফের এক হেভিওয়েট তৃণমূল নেতা দূর্নীতি মামলায় গ্রেফতার হলেন । এবারে রেশন দূর্নীতি মামলায় গ্রেফতার হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৬ টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ২৪৪ ও বিসি ২৪৫ নম্বর বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও মন্ত্রীকে জেরার পর আজ ভোর রাতের দিকে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে ।
উল্লেখ্য, রাজ্যে করোনার মহামারীর সময় রেশন বন্টনের নামে বিস্তর অনিয়মের অভিযোগ ওঠে। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্তে নামে ইডি । এরপরই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের কৈখালির বাড়িতে দীর্ঘ প্রায় ৫২ ঘন্টা অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শেষ পর্যন্ত গ্রেপ্তার হন বাকিবুর। তাকে জেরা করেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি ইডির । তদন্তে ইডি জানতে পারে যে অন্তত ৯৫ টি জায়গায় ১৬০০ কাঠার বেশি সম্পত্তি রয়েছে বাকিবুর রহমানের । যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকার বেশি । রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার উদ্দেশ্যেই ওই সম্পত্তি কেনা হয়েছিল সন্দেহ ইডির ।
সূত্রের খবর, বাকিবুরকে গ্রেপ্তারির পর থেকে বার বার উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম । শেষ পর্যন্ত ইডির হাতে গ্রেফতার হতে হল তাকে । ইডি আধিকারিকরা মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করে নিয়েছেন। একই সঙ্গে জ্যোতিপ্রিয়র আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা গেছে । জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও বৃহস্পতিবার অন্তত সাতটি জায়গায় তল্লাশি চালায় ইডি । তার মধ্যে রয়েছে নাগেরবাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দের দুটি ফ্ল্যাট । এছাড়া হাওড়াতেও জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আরও একজনের বাড়িতেও হানা দেয় ইডির তদন্তকারী দল । তবে গ্রেফতারির পর মন্ত্রীর বক্তব্য,’আমি গভীর ষড়যন্ত্রের শিকার ।’।