আমার প্রেমের অপ্রাপ্তিতে
যে মানুষটার চকচকে চোখ
সকল বাধা ঘুচিয়ে দিয়ে
তার প্রেমও সার্থক হোক।
জীবনটা যার বড্ড সহজ
পেশায় বুঝি আহামরি নয়,
তার জীবনও ভরে উঠুক
আনন্দ আর খুশির আলোয়।
অবহেলা আর অবজ্ঞা দিয়ে
বিষিয়ে তোলে অন্য জীবন
সুখের গণিত বুঝতে গিয়ে
গুলিয়ে ফেলে পর ও আপন
সেসব কিছুই ভুলে গিয়ে
দিনের শেষে তবুও চাই
জীবনটা তো দু চার দিনের
ভালো থাকুক নাহয় সবাই।
যে মানুষটা আধপেটা খায়
স্বপ্ন দেখে রাজার সুখ
সাধের কলস পূর্ণ হয়ে
সুখের ঘড়া উপচে পড়ুক।
রূপের দোহাই সাজিয়ে দিয়ে
মনোবলে করছো আঘাত
সকল কষ্ট গ্লানির শেষে
ঠুনকো অহং যাক নিপাত।
আসুক সু’দিন দিনের শেষে
রূপ যেখানে নেহাৎ গৌন
কর্মফলে বিশ্বাসী মন
শব্দে নাহয় থাকুক মৌন।
সকল দ্বন্দ্ব, আঘাত কষ্ট
জীবন থেকে নিঃশেষ হোক
আজকে যারা একলা ভীষণ
তারাও ভুলুক সকল শোক।
কলতানে সুর মিলিয়ে
সেও বাঁধুক নতুন গান
জীবন থেকে চিরতরে
অপমানের হোক অবসান।
ঘরহীন কেউ ছাউনী খোঁজে
একলা মানুষ চায় স্বজন
সব পেয়েও যত্নহীনের
কষ্ট, ব্যথা বোঝে ক’জন!
জীবন বড়ো মহার্ঘ্য আর
সময়তো ভীষণ অল্পসল্প
হেলায় কিছুটা বয়ে গেছে
বাকিটা হোকনা আশার গল্প ।।