এইদিন ওয়েবডেস্ক,ভরতপুর,২৫ অক্টোবর : কংগ্রেস শাসিত রাজস্থানে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে নির্মমভাবে খুনের ঘটনা ঘটেছে । ওই ব্যক্তির শরীরের উপর দিয়ে বারবার ট্রাক্টরের চাকা চালিয়ে দিয়ে নির্মমভাবে পিষে দিয়ে মেরে ফেলেছে চালক । আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুর জেলার বায়ানা থানা এলাকার । নিহত যুবকের নাম নরপাট সিং গুজ্জর (৪৫) । এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজস্থানের বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ হত্যাকাণ্ডের ভিডিওটি নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন,’রাজস্থানের বায়ানায় ট্রাক্টরের চাপায় নৃশংসভাবে খুন যুবক। রাজস্থান কি হয়ে গেছে, লজ্জা একেবারে মরে গেছে।’ পাশাপাশি তিনি কংগ্রেস নেতা রাহুল গাঁধিকে ট্যাগ করেছেন ।
ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি জমির উপর উবুর হয়ে পড়ে আছেন । সেই সময় এক ট্রাক্টর চালক তার উপর দিকে বারবার ট্রাক্টর চালিয়ে চাকা দিয়ে পিষে দিচ্ছে । সেই সময় আশপাশে আরও মহিলা ও পুরুষ ছিল । তারা আর্ত চিৎকার করে ট্রাক্টর চালককে থামার জন্য বলছে । কিন্তু তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ওই ব্যক্তির উপর আগে পিছু করে ৮ থেকে ৯ বার ট্রাক্টর চালিয়ে দেয় চালক ।
জানা গেছে,একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা বাহাদুর সিং গুজ্জর ও অতর সিং গুজ্জরের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । এনিয়ে উভয় পরিবারের মধ্যে অন্তত তিনবার সংঘর্ষ হয়েছে । পুলিশ উভয় পক্ষের মোট ২২ জনের বিরুদ্ধে মামলা করেছিল । তবুও বিবাদ থামেনি ।
জানা গেছে,এদিন ফের দুই পরিবারের মধ্যে ঝামেলা হয় । তারই মাঝে বাহাদুর পক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে বিতর্কিত জমিতে চাষ দিতে শুরু করে । তখন অতর সিং গুজ্জরের লোকজন গিয়ে বাধা দেয় । সেই সময় অতরের পরিবারের অন্যতম সদস্য নরপাট সিং গুজ্জরকে ট্রাক্টরের চাকা দিয়ে পিষে মেরে দেয় চালক ।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ । ভরতপুর পুলিশ এক্স হ্যান্ডেলে লিখেছে,’উপরোক্ত বিষয়টি নজরে আসার সাথে সাথে এসপি পল্লী, সিও বায়না, এসএইচও সদর বায়না পুলিশ নিয়ে জাপ্তার ঘটনাস্থলে পৌঁছোয়, লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে । গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় আছে । বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।’।