দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : মঙ্গলবার রাতে পাড়ার সার্বজনীন দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নবস্থা গ্রামের এক ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ উঠল তার এক প্রতিবেশীর বিরুদ্ধে । জখম ব্যক্তি পেশায় পোলট্রি মুরগির ফার্ম মালিক অরূপ মণ্ডল আজ বুধবার এনিয়ে হামলাকারী বিজয় মির্ধার বিরুদ্ধে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।
প্রহৃত অরূপ মণ্ডল জানিয়েছেন,মঙ্গলবার রাতে তাদের পাড়াতে সর্বজনীন দুর্গাপুজো প্রতিমা বিসর্জন ছিল ৷ সেই সময় প্রতিবেশী বিজয় মির্ধার সঙ্গে তার কোনো বিষয় নিয়ে বচসা হয় । কিন্তু আশপাশের লোকজনের হস্তক্ষেপে বিষয়টি তখন মিটিমাট হয়ে যায় । এরপর তিনি রাতের খাবার খেতে বাড়ি চলে যান। কিন্তু খাওয়া দাওয়ার পর তিনি তার ফার্মে এসে দেখেন যে বিজয় মদ্যপবস্থায় তার ফার্মে ভাঙচুর করছে । তিনি বাধা দিতে গেলে সে লোহার রড নিয়ে তাএ ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। মারধরের জেরে তার নাক ও মাথা ফেটে যায় বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে,ঘটনার পর স্থানীয় কয়েকজন মিলে অরূপ মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় ভাতার হাসপাতালে ভর্তি করে । যদিও আজ সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । ছাড়া পেতেই সোজা থানায় এসে হামলাকারীরা বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেন ৷ অরূপবাবু বলেন,’নির্দয়ভাবে মারধরের জেরে আমার মাথা ও নাকে মিলে ১৪ টি সেলাই পড়েছে । আমি চাই হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ।’।