এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : সাতসকালেই জনৈক ব্যবসারীর গোডাউন থেকে দশাশই আকৃতির গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে । জানা গেছে,ভাতারের সোতখালি কালিবাড়ির কিছুটা পাশে এক মনোহারি সামগ্রীর ব্যবসায়ীর গোডাউনে প্রায় সাড়ে চারফুট দৈর্ঘের একটি খড়িস গোখরো সাপকে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখেন । তিনি ভাতার গ্রামের বাসিন্দা বাপি সরদার নামে স্থানীয় এক সর্পপ্রেমিকে খবর দিলে ওই যুবক সাপটি উদ্ধার করে ভাতার বাজারের কামারপাড়া মোড়ে নিয়ে আসেন । বৃহদাকার ওই সাপটি দেখতে প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । পরে সাপটিকে একটা প্লাস্টিকের কৌটোবন্দি করে ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে আসেন ওই যুবক
দেখুন ভিডিও 👇
ভাতারের অন্যতম সর্পপ্রেমি হুম কুমার রানা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে প্রায়ই এই দেখা যায় । এই প্রজাতির সাপের ইংরাজী নাম ইণ্ডিয়ান কোবরা । বৈজ্ঞানিক নাম নাজা নাজা (Naja naja) । পশ্চিমবঙ্গে এই সাপকে সাধারণত গোখুরা বা গোখরো বলা হয় । তবে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এই সাপটি খড়িস নামে পরিচিত । সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ ।’ কোনো প্রকার প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম ছাড়াই এই প্রকার বিষধর প্রজাতির একটা সাপকে শুধুমাত্র একটা ছোট লাঠির ভরসায় ধরে নিয়ে যাওয়ায় বাপি সরদার নামে ওই যুবকের সাহসিকতায় অবাক হয়ে যান এলাকার বাসিন্দারা ।।